বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো এক মসজিদের জামাতে শরীক হতে না পারলে বা মসজিদে উপস্থিত হয়ে জামাত না পেলে তখন দ্বিতীয় মসজিদ তলব করা বা দ্বিতীয় মসজিদে যাওয়া ওয়াজিব হবে না। তবে অবহেলা করে কোনো এক মসজিতের জামাতকে পরিত্যাগ করলে তখন অন্য মসজিদের জামাতে শরীক হওয়া ওয়াজিব থাকবে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, সর্বাবস্থায় দ্বিতীয় কোনো মসজিদের জামাতে উপস্থিত হয়ে জামাতে নামায পড়া উত্তম।
رد المحتار: (553/1، ط: سعید)
ولنا انه عليه السلام كان خرج ليصلح بين قوم فعاد الى المسجد وقد صلی اهل المسجد فرجع الى منزله فجمع اهله وصلی
بدائع الصنائع: (156/1، ط: سعید)
واما بیان ما يفعله بعد فوات الجماعة فلا خلاف في انه اذا فاتته الجماعة لا يجب عليه الطلب في مسجد آخر لكنه كيف يصنع ذكر في الاصل انه اذ فاته الجماعة في مسجد حيه فان اتی مسجد آخر يرجوا ادراك الجماعة فيه فحسن وان صلی فی مسجد حيه فحسن۔۔۔الخ
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো এক মসজিদের জামাতে এক রাকাত ছুটে গেলে অন্য মসজিদের জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়।তবে শরীক হলে উত্তম হবে।