আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in সালাত(Prayer) by (54 points)
১ উস্তায আমার প্রশ্ন হলো: ইশার নামাজের জামাত একটা মসজিদে আটটায় আবার কাছের আরেকটা মসজিদে সাড়ে আট টায় এখন আমার নিয়ত যদি থাকে  আটটায় নামাজ পড়ার কিন্তু  এক রাকাত যদি মিস হয়ে যায় আর আমি যদি সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা না করে ওই জামাতে নামাজে শরিক হই আমার কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (714,480 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো এক মসজিদের জামাতে শরীক হতে না পারলে বা মসজিদে উপস্থিত হয়ে জামাত না পেলে তখন দ্বিতীয় মসজিদ তলব করা বা দ্বিতীয় মসজিদে যাওয়া ওয়াজিব হবে না। তবে অবহেলা করে কোনো এক মসজিতের জামাতকে পরিত্যাগ করলে তখন অন্য মসজিদের জামাতে শরীক হওয়া ওয়াজিব থাকবে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, সর্বাবস্থায় দ্বিতীয় কোনো মসজিদের জামাতে উপস্থিত হয়ে জামাতে নামায পড়া উত্তম।

رد المحتار: (553/1، ط: سعید)
ولنا انه عليه السلام كان خرج ليصلح بين قوم فعاد الى المسجد وقد صلی اهل المسجد فرجع الى منزله فجمع اهله وصلی

بدائع الصنائع: (156/1، ط: سعید)
واما بیان ما يفعله بعد فوات الجماعة فلا خلاف في انه اذا فاتته الجماعة لا يجب عليه الطلب في مسجد آخر لكنه كيف يصنع ذكر في الاصل انه اذ فاته الجماعة في مسجد حيه فان اتی مسجد آخر يرجوا ادراك الجماعة فيه فحسن وان صلی فی مسجد حيه فحسن۔۔۔الخ
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো এক মসজিদের জামাতে এক রাকাত ছুটে গেলে অন্য মসজিদের জামাতে শরীক হওয়া ওয়াজিব নয়।তবে শরীক হলে উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 260 views
...