আস সালামু আলাইকুম হুজুর, জানার জন্য প্রশ্ন,
ধরেণ,
কোন লোকের স্ত্রী তাকে বললো, স্বর্ণের কানের দোল এর ব্যবস্থা না করলে সে চলে যাবে। (ঐ লোক তো জানে, স্ত্রীর কোন কথায়ই বৈবাহিক কোন সমস্যা নেই অর্থাৎ স্ত্রী যে কোন ধরনের কথাই বলুক, এতে বৈবাহিক কোন সমস্যা নেই।)
তো ঐ লোক চুপ রইল, অথবা তার স্ত্রীকে বললো," কি প্যাচাল পারতেছো?" পরে ঐ লোক তার স্ত্রীকে বললো সে স্বর্ণের কানের দোলের ব্যবস্থা করবে
স্বর্ণের কানের দোলের ব্যবস্থা না করলে কি ঐ লোকের স্ত্রী তা* এর অধিকার পাবে? অথবা তাদের বৈবাহিক কোন সমস্যা হবে?