আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমার স্বামী জানুয়ারি ২০২৪ থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। অক্টোবর ২০২৪-এ আমি জানতে পারি যে, আমার স্বামী আমাকে তালাকনামা পাঠিয়েছিল (সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি ২০২৪-এ)। তবে আমরা কোনো কাগজ হাতে পাইনি।

জুলাই ২০২৫-এ আমি আমার স্বামীকে তালাকনামা পাঠাই। তার পরিবার সেটা গ্রহণ করেছে। কিন্তু আমি জানি, ইসলামে স্ত্রী তালাক দিতে পারে না, তাই এটা গণনা হবে না।

পরবর্তীতে বিষয়টি মিলিয়ে নেওয়ার জন্য আমরা পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই। আমাদের পরিবারের সামনে কাজি সাহেব আমার স্বামীকে বললেন: “আমি আমার স্ত্রীকে খুলা তালাক দ্বারা আলাদা করছি।” তখন আমার স্বামী এভাবেই বলল।

আমার মোহরানা ছিল ১৮ ভরি সোনা, যার দাম ১০ লাখ টাকা ধার্য করা হয়েছিল। স্বামী তখন সম্মত হয়েছিল যে, সে আমাকে আমার মোহর ফিরিয়ে দেবে।

আমার প্রশ্ন

যেহেতু আমার স্বামী জানুয়ারি/ফেব্রুয়ারি ২০২৪-এ তালাক পাঠিয়েছে এবং তারপর থেকে আমাকে আর রুজু (ফিরিয়ে নেওয়া) করেনি, তাহলে কি সেই প্রথম তালাকেই ইদ্দত শেষ হওয়ার পর আমাদের বিবাহ শেষ হয়ে গেছে?

আমার ইদ্দত কি ইতিমধ্যে শেষ হয়ে গেছে ধরা হবে? নাকি এখনো পালন করতে হবে?

যদি প্রথম তালাকেই বিবাহ শেষ হয়ে যায়, তাহলে পরে জুলাই ২০২৫-এ আমি তালাক পাঠানো এবং স্বামী কাজির সামনে “খুলা তালাক” বলার কোনো শরয়ী মূল্য আছে কি?

এই অবস্থায় আমি কি আমার পূর্ণ মহর (১৮ ভরি সোনা/১০ লাখ টাকা) পাওয়ার অধিকারী থাকব? নাকি স্বামী “খুলা” বলেছে বলে আমাকে মহর ফেরত দিতে হবে?

1 Answer

0 votes
ago by (714,480 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথম ও দ্বিতীয় তালাকের পর রাজআত করা যায়।তথা ইদ্দতের ভিতর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে।এরজন্য কোনো আনুষ্টানিকতার প্রয়োজন নেই।
রাজআতের পদ্ধতি সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় উল্লেখ করা হয়,
রাজআত হল,ইদ্দতের ভিতরে বিয়েকে টিকিয়ে রাখা,স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা।রাজআত দুই প্রকার
(ক) সুন্নাহ সম্মত- এর ব্যখ্যা হল, কথার মাধ্যমে রাজআত করা হবে।এবং রাজআত করার সময় দুইজন সাক্ষীকে উপস্থিত রাখা হবে।এবং তাদেরকে রাজাতের বিষয় সম্পর্কে অবগত করা হবে।যখন কথার মাধ্যমে রাজআত করা হবে,তখন স্বামী বলবে-আমি তোমাকে ফিরিয়ে নিলাম,বা বলবে,আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম।
(খ) যদি দুজন সাক্ষীর অনুপস্থিতিতে বা উপস্থিত তবে তাদেরকে অবগত না করে কেউ রাজআত করে নেয়,তাহলে এটা রাজাত হবে। তবে বিদআত হবে।

যদি কেউ কথার পরিবর্তে কাজের মাধ্যমে রাজআত করে নেয়।যেমন স্বামী তার ঐ স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে গেল,বা তাকে চুমু দিয়ে দিল,বা তার লজ্জাস্থানের দিকে কামভাব নিয়ে থাকিয়ে রইলো,তাহলে এমতাবস্থায়ও রাজআত হয়ে যাবে।তবে হানাফি মাযহাব মত এমনটা করা মাকরুহ। মুস্তাহাব হল,তালাক পরবর্তী দুইজন সাক্ষীর উপস্থিতিতে রাজ'আত করা।(ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৪৬৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2579


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
২০২৪ সালর স্বামী যেই ১ তালাক রেজয়ী দিয়েছিলো, যেহেতু এরপর স্বামী আর ফিরিয়ে নেয়নি, তাই ঐ তালাক দ্বারাই স্ত্রী বায়েন হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। পরবর্তী তালাকের কোনো প্রয়োজনীয়তা নাই। তাছাড়া প্রশ্নের বিবরনমতে স্বামী শুধুমাত্র খুলা তালাক বললেই খুলা হবে না বরং খুলা তালাকে স্ত্রীর সম্মতির প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং সার্বিক বিবেচনায় স্ত্রী মহর পাবে। স্ত্রীর মহর এখানে মাফ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...