আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
ধরুন একটা ওয়েবসাইট বা কোনো একটা পাবলিক প্ল্যাটফর্মে কোনো প্রশ্ন না কোনো ছবি আপ্লোড দেয়া আছে, এখন উনি এটা পাবলিক করে আপ্লোড দিয়েছে,

এখন সেই ছবি না সেই কন্টেন্ট বা সেই প্রশ্ন গুলো নিয়ে যদি আমি আমার কাজে লাগাই সেক্ষেত্রে মেইন যে পেইজ থেকে পোস্ট করা হয়েছে, তাদের কি হক্ব নস্ট করা হলো?

ধরুন কোনো একটা ওয়েবসাইট কোনো এক সাবজেক্টের ১০০/৫০ প্রশ্ন উত্তর সহ কেউ টাইপ করে রাখছে, যেগুলা কোনো না কোনো বই বা কোচিং এর,
এখন সেই প্রশ্ন বা নোট গুলো কালেক্ট করে আমি নিজের মতো ইউজ করতে পারবো?? এক্ষেত্রে কি তাদের অনুমতি নিতে হবে বা তাদের ক্রেডিট দিতে হবে?

আবার ধরুন কোনো একটা ব্যক্তির সাথে আমি পার্টনার শিপে গেলাম, বা আমার পরিচালিত কোনো পেইজে কোনো ব্যক্তিকে ইনভাইট করলাম  কোনো অনুষ্ঠানে কথা বলার জন্য৷
বা কোনো এক ব্যক্তির থেকে আমি তার লেখা বা তার বানানো কিছু কপি করলাম।

এখন, আমি যার লেখা কপি করবো, বা যাকে আমার অনুষ্ঠানে ইনভাইটেশন দিব, তখন তাকে তো অবশ্যই আমার পেইজের অডিয়েন্সের সাথে পরিচয় করে দিতে হবে, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি তেমন ধার্মিক না হয়, এখন এই যে আমি তাকে পরিচয় করায় দিলাম, এখন আমার মাধ্যমে কেউ যদি তার সাথে পরিচিত হয়, বা তার ছড়ানো পাপে জড়ায় সেক্ষেত্রে সেই দ্বায়ভার কি আমার হবে?

ব্যাপার টা বুঝায় বলছি,

ধরুন, বাংলাদেশ নামে আমার একটা পেইজ আছে,
এখন ঢাকা নামের একটা পেইজ গান,মিউজিক, মেয়ে এমন অনেক কিছুই প্রমোট করে, তো সেই পেইজের ভালো কোনো কন্টেন্ট যদি আমার ভালো লাগে যেটায় কোনো হারাম নেই, সেটা আমার পেইজ থেকে পোস্ট করলে তো "ঢাকা" পেইজের ক্রেডিট দিতে হবে,তাই না? এখন আমার ক্রেডিট দেয়ার মাধ্যেম কেউ যদি তাদের পেজ থেকে ছড়ানো কোনো অশ্লীলতা বা পাপে জড়ায় তার দ্বায়ভার কি আমার? কারন আমার মাধ্যমেই সে ঢাকা পেইজকে জানছে। এক্ষেত্রে আমার করনীয় কি? ক্রেডিট না দিলেও তো হক্ব নস্ট হবে তাই না?

আবার ধরুন আমার বাংলাদেশ নামের পেইজ থেকেই আমি এক ব্যক্তিকে পরিচয় করে দিলাম,যার প্রোফাইল থেকেও গান, মিউজিক বা ইসলাম সম্মত নয় এমন কিছু পোস্ট করা হয়।

তো আমার পেইজ থেকে যে উনাকে পরিচয় করে দিলাম,আমার  মাধ্যমে যারা উনার প্রোফাইলে যাবে, সে পাপ এর দ্বায় কি আমার হবে? কারন ইসলামে নিজে পাপ করা ও পাপের প্রসার করা সমান পাপ। এক্ষেত্রে আমার করনীয় কি?

আবার পার্টনার শিপ ব্যবসার ক্ষেত্রে, আমার পার্টনার যদি এমন হয়  যে সে তেমন ইসলামিক না, এখন আমি তার সাথে ব্যবসা করলে অনেকেই তার সম্পর্কে জানবে, আমার মাধ্যমেই। তো যারা জানবে & তারা যদি ঐ পাপে জড়ায় তার পাপের দ্বায় ভার কি আমার?

মোদ্দা কথা, নিজে পাপ করা আর পাপের প্রসার সমান পাপ, এক্ষেত্রে আমি কীভাবে পাপ থেকে বেছে ব্যবসা বা কিছু করতে পারবো.

1 Answer

0 votes
by (716,130 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পাপ করা এবং পাপের কাজে সহযোগিতা করা সবকিছুই নিষিদ্ধ। সুতরাং এমন কাউকে পরিচয় করিয়ে দেয়া যাবে না যার থেকে গোনাহ সংগঠিত হওয়ার এবং গোনাহ প্রচার প্রসার হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ আমাদেরকে এত্থেকে হেফাজত করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...