ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মযি বের হলে গোসল ফরয হয় না।তবে মযি নাজাসতে গালিযা।সুতরাং শরীর বা কাপড়ে লাগলে এবং তা এক দিরহামের বেশী পরিমাণ হলে, গোপনাঙ্গ ও কাপড়কে ধৌত করে ওজু করে নিলেই পবিত্রিতা অর্জিত হবে।নাজাসতে গালিজা ও খাফিফা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/118
ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.............
الْمَذْيُ يَنْقُضُ الْوُضُوءَ وَكَذَا الْوَدْيُ وَالْمَنِيُّ إذَا خَرَجَ مِنْ غَيْرِ شَهْوَةٍ
মযি অজুকে ভেঙ্গে দেয় ঠিক তেমনিভাবে ওদী এবং ঐ মনি যা কামুত্তেজনা বতীত বাহির হয় তাও ওজুকে ভেঙ্গে দেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বীর্য বের হলে গোসল ফরয। গোসল না করলে এবং নামায না পড়লে অবশ্যই গোনাহ হবে।