ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) পেইজের প্রচারনার জন্য এমন কোনো আয়োজন যেমন,যে বেশি লাইক কমেন্ট করবে, মেনশন দিবে তাকে বই দেওয়া হবে। অথবা ১০ দিন যে বেশি মেম্বার এড করবে, তাকে এই প্রোডাক্ট দেওয়া হবে, এভাবে আয়োজন করা কনটেস্ট করা জায়েয হবে না। তবে সবাইকে তাদের শ্রম মূল্য দিয়ে বিজয়ীকে পুরুস্কার দেয়া হলে তখন জায়েয হবে।
(২) পেইজে রিলস/ ভিডিও হারাম কিছু (যেমন গান বা বেপর্দা) কিছু দিলে অবশ্যই গুনাহ হবে। যদি আপনার হালাল/শিক্ষনিয় রিলস দেখতে গিয়ে কেউ অন্য রিলস দেখে ফেলে, এজন্য আপনার গোনাহ হবে না। তবে আপনার রিলসে মিউজিক বা মানুষের ফটো থাকতে পারবে না।
(৩) জামাই ভরণপোষণ যথেস্ট দেয় তবুও নিজের হালাল কিছু উদ্দেশ্যে ওমরাহ,দান,হাদিয়া ইত্যাদির জন্য বাসায় বসে অনলাইন বিসনেস করা যাবে।
(৪) বিসনেস এর জন্য মানুষ সহ প্রোডাক্ট এর ভিডিও করা যাবে না।
(৫) মক্কা মদিনা গিয়ে সেলফি তুলা বা লোকজনের ছবি তুলা কোনোটাই জায়েয হবে না।