আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in সাওম (Fasting) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে প্রিয় রোজা নাকি দাউদ আ এর রোজা। অর্থাৎ একদিন পর এক দিন রোজা রাখা।আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজার ফজিলত ও বলেছেন।এখন দাউদ আ রোজা অর্থাৎ একদিন পর এক দিন রোজা রাখতে গেলে বৃহস্পতিবার থেকে যদি শুরু করা হয় তবে পরের বৃহস্পতিবার রোজা যাবে কি?আবার সিরিয়াল অনুযায়ী পরের বৃহস্পতিবার রোজা না রাখলে তো শুক্রবার রোজা রাখতে হবে তাই না? এক্ষেত্রে করণীয় কি?

কোন আমলটি করা সবচেয়ে উত্তম হবে? একদিন পর এক দিন রোজা রাখার পর ও কি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা যাবে যদিও পরপর দুইটি রোজা হয়? এক্ষেত্রে কি দাউদ আ এর রোজা ও সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত একসাথে পাওয়া যাবে?  এক সপ্তাহ বা এক মাস শুধু দাউদ আ এর রোজা রাখলে হয় কি না?নাকি দাউদ আ এর রোজা সারা বছরই রাখতে হবে ? আল্লাহর কাছে অধিক পছন্দনীয় কোনটি?

1 Answer

0 votes
ago by (682,680 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ
«أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ، وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ، وَكَانَ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا» 

“আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন,
‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোযা হলো দাউদ (আলাইহিস সালাম)-এর রোযা,
এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামায হলো দাউদ (আলাইহিস সালাম)-এর নামায।
তিনি অর্ধরাত ঘুমাতেন, তারপর তিন ভাগের এক ভাগ সময় নামায পড়তেন,
এরপর ছয় ভাগের এক ভাগ সময় আবার ঘুমাতেন;
এবং তিনি একদিন রোযা রাখতেন, একদিন রোযা ভাঙতেন।’”
[সহীহ বুখারী: ১১৩১, সহীহ মুসলিম: ১১৫৯]

সোমবার রোযা রাখা সম্পর্কে হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ، فَقَالَ:
«ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَأُنْزِلَ عَلَيَّ فِيهِ»

আবু কাতাদাহ আনসারী (রাঃ) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ-কে সোমবারের রোযা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন —

 “সেদিনই আমি জন্মগ্রহণ করেছি, এবং সেদিনই আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে।”
সহীহ মুসলিম (হাদীস নং ১১৬২)

আরেকটি হাদীস – সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলত

تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ،
فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ

বাংলা অনুবাদ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“সোমবার ও বৃহস্পতিবারে বান্দাদের আমল (কর্মসমূহ) আল্লাহর কাছে উপস্থাপিত হয়;
আর আমি চাই, আমার আমল উপস্থাপিত হোক তখন, যখন আমি রোযাদার।”
(তিরমিজী ৭৪৭, আবু দাউদ ২৪৩৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যদি দাউদ আঃ এর মত রোজা রাখতে চান,  সেক্ষেত্রে সারা বছর এভাবে রোজা রাখবেন।

যদি একমাস এভাবে রোজা রাখেন তাহলে একমাস দাউদ আঃ এর রোজা রাখার মত ছওয়াব পাবেন।

যদি এক বছর এভাবে রোজা রাখেন, সেক্ষেত্রে এক বছর দাউদ আলাইহিস সালামের রোজা রাখার মত ছওয়াব পাবেন।

যদি সারা জীবন এভাবে রোজা রাখেন, সেক্ষেত্রে সারাজীবন দাউদ আঃ এর মত রোজা রাখার সওয়াব পাবেন।

এক্ষেত্রে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা মিলবেনা।
তাই যেকোনো এক পদ্ধতি অবলম্বন করার পরামর্শ থাকবে।

হয়তোবা প্রতি সপ্তাহ এর সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। নতুবা দাউদ আঃ এর মত রোজা রাখবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...