জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ
«أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ، وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ، وَكَانَ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا»
“আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন,
‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোযা হলো দাউদ (আলাইহিস সালাম)-এর রোযা,
এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামায হলো দাউদ (আলাইহিস সালাম)-এর নামায।
তিনি অর্ধরাত ঘুমাতেন, তারপর তিন ভাগের এক ভাগ সময় নামায পড়তেন,
এরপর ছয় ভাগের এক ভাগ সময় আবার ঘুমাতেন;
এবং তিনি একদিন রোযা রাখতেন, একদিন রোযা ভাঙতেন।’”
[সহীহ বুখারী: ১১৩১, সহীহ মুসলিম: ১১৫৯]
সোমবার রোযা রাখা সম্পর্কে হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ، فَقَالَ:
«ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَأُنْزِلَ عَلَيَّ فِيهِ»
আবু কাতাদাহ আনসারী (রাঃ) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ ﷺ-কে সোমবারের রোযা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন —
“সেদিনই আমি জন্মগ্রহণ করেছি, এবং সেদিনই আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে।”
সহীহ মুসলিম (হাদীস নং ১১৬২)
আরেকটি হাদীস – সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলত
تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ،
فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ
বাংলা অনুবাদ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“সোমবার ও বৃহস্পতিবারে বান্দাদের আমল (কর্মসমূহ) আল্লাহর কাছে উপস্থাপিত হয়;
আর আমি চাই, আমার আমল উপস্থাপিত হোক তখন, যখন আমি রোযাদার।”
(তিরমিজী ৭৪৭, আবু দাউদ ২৪৩৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যদি দাউদ আঃ এর মত রোজা রাখতে চান, সেক্ষেত্রে সারা বছর এভাবে রোজা রাখবেন।
যদি একমাস এভাবে রোজা রাখেন তাহলে একমাস দাউদ আঃ এর রোজা রাখার মত ছওয়াব পাবেন।
যদি এক বছর এভাবে রোজা রাখেন, সেক্ষেত্রে এক বছর দাউদ আলাইহিস সালামের রোজা রাখার মত ছওয়াব পাবেন।
যদি সারা জীবন এভাবে রোজা রাখেন, সেক্ষেত্রে সারাজীবন দাউদ আঃ এর মত রোজা রাখার সওয়াব পাবেন।
এক্ষেত্রে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা মিলবেনা।
তাই যেকোনো এক পদ্ধতি অবলম্বন করার পরামর্শ থাকবে।
হয়তোবা প্রতি সপ্তাহ এর সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। নতুবা দাউদ আঃ এর মত রোজা রাখবেন।