আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

১.আমার স্বামী সরকারি চাকরিতে জয়েন করেছেন, চাকরির প্রথম প্রথম ট্রেইনিং হয়, তারপর নতুন নতুন বেশ কয়েকদিন অফিসে যান, কিন্তু অফিসে কাজ থাকে না, বা কাজের চাপ থাকে না, প্রজেক্ট ওয়াইজ হয়তো কাজগুলো হয়, যে টাইম গুলোতে অফিস থাকে কিন্তু কাজ থাকে না, উনি বসে থাকেন, আমার প্রশ্ন হলো তাহলে ঐ সময়ের পারিশ্রমিক কি হালাল হবে, উনি মাসে সব দিন কাজে যাচ্ছেন অনেক সময় কাজ থাকছে না উনি বসে থাকছেন কিন্তু মাসের ফুল টাকাটাই তো সরকার কর্তৃক পে করা হচ্ছে, এই অর্থ হালাল কিনা জানতে চাই।
২. ওনার অফিস টাইমে যখন ওনার কাজ থাকে না, ঐ টাইমে কি উনি দ্বীনি পড়াশোনা করতে পারবেন বসে বসে বা তাজউইদ প্রাকটিস করতে পারবেন?? নাকি তাতে হক নষ্ট হবার সম্ভবনা রয়েছে?

1 Answer

0 votes
ago by (716,940 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অফিস টাইমে কি ব্যক্তিগত কাজ করা যাবে কি? এমন প্রশ্নের জবাবে বলা যায়,
চাকুরীতে জয়েন হওয়ার পর ঐ চাকুরীজীবিকে 'আজিরে খাস' বলা হয়। আজিরে খাস ব্যক্তির জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ করা ব্যতিত অন্য কোনো কাজ করা জায়েয হবে না।

لما فى درر الحکام شرح مجلۃ الاحکام:
" الأجير على قسمين : القسم الأول هو الأجير الخاص الذي استؤجر على أن يعمل للمستأجر فقط كالخادم الموظف "(درر الحكام شرح مجلة الاحكام (1/ 383)، المادة (422 )، ط. ط. دار الكتب العلمية بيروت)

وفى شرح المجلة:
"الأجیر علیٰ قسمین: الأوّل الأجیر الخاص وهو الذی استوجر علیٰ أن یعمل للمستأجر فقط، کالخادم مشاهرةً عملاً موقتاً بمدة معلومة…".(شرح المجلة لسليم رستم باز: کتاب الإجارة،الباب الاول(1/ 236)، المادة (422) ط. مکتبه حنفیه)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9553
 
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অফিসে কাজ থাকুক বা না থাকুক সর্বদা অফিসেই থাকতে হবে। হ্যা, কর্তৃপক্ষের সরাসরি সম্মতি বা মৌন সম্মতি থাকলে তখন জায়েয হবে।

(২)
অফিস টাইমে যদি কাজ থাকে না, ঐ টাইমে অফিসে বসে দ্বীনি পড়াশোনা করা যাবে। তবে কর্তপক্ষের নিষেধ থাকলে তখন জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...