'''''প্রশ্ন করলেও পরে মাথায় আসলে পুরোপুরি মিল নেই বা এত পার্সেন্ট মিল আছে এমন লেখার কারণে কি বৈবাহিক কোন সমস্যা হয়??মনে করনে এডিট না করলে ফতোয়া হত কথার কথা বিচ্ছেদ হবে কিন্তু যেটা পরে এডিট করতে চেয়েছে ওটা লিখলে বিচ্ছেদ হবে না।তহ এডিট না করে শুধু পুরোপুরি মিল নেই এমন লিখলে কি আগে লিখে নাই এর দ্বারা বৈবাহিক কোন সমস্যা হয়??'''''
কেউ উপরের মত উদাহরণ দিয়ে মানে এডিট করলেও বিচ্ছেদ হবে কিনা জানে না, না করলেও হবে কিনা জানে না।এমনিতে উদাহরণ দিয়ে এভাবে প্রশ্ন করলে বুঝানোর জন্য তাহলে কি উক্ত ফতোয়া এডিট না করলেও বিচ্ছেদ না হলে এভাবে উদাহরণ দিয়ে প্রশ্ন লেখার দ্বারা কি কোন সমস্যা হয় বৈবাহিক???