আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমার আগের প্রশ্ন ছিল-
আপনাদের কাছে প্রশ্ন করার সময় যিনি প্রশ্ন করতেছে, সে যদি প্রশ্নে লিখে যে,সে মনে করতেছে "সে কাফির, সে কাফির হয়ে গেছে" এভাবে যদি প্রশ্নে কেউ নিজেকে কাফির লিখে প্রশ্ন করে তাহলে কি সে কাফির হয়ে যাবে?
আপনার উত্তর ছিল - (প্রশ্নে লিখার সময় মনে আসতেছে যে, আপনি " কাফির বা কাফির হয়ে গেছেন" এজন্য কোনো সমস্যা হবে না।)
+++++কিন্তু আমি মনে হয় ঠিক ভাবে বুঝাতে পারিনি। তাই আবার করলাম প্রশ্ন টা।
হুজুর শুধু মনে মনে আসা নিয়ে না। আপনাকে হয়তো বুঝাতে পারি নি। মনে মনে আসার সাথে সাথে, মানে কাউকে প্রশ্ন করার সময় যদি লিখে - " সে কাফির"। তার মনে হইতেছে " সে কাফির হয়ে গেছে"। এগুলো যদি প্রশ্নে লিখে।
প্রশ্ন করার সময় কাউকে বলার কারনে বা নিজেকে কেউ কাফির লিখে প্রশ্ন করার কারনে কি সে কাফির হয়ে যাবে? +++++