আসসালামু আলাইকুম,
ওস্তাদ, একজন ভাই দ্বীনে ফেরার আগে একটা মেয়ের সাথে প্রেম নামের জিনার সম্পর্ক ছিল। এমনকি তার সাথে শারীরিক সম্পর্কও হয়! (আল্লাহ হেফাজতকারি)। পরবর্তীতে ওই ভাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে আলহামদুলিল্লাহ। আর ওই মেয়েরও অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে।
প্রশ্ন আছে, যে মেয়ের সাথে এই জেনার সম্পর্ক ছিল; ওই মেয়ের একটা ছোট বোন আছে। এখন দ্বীনে ফেরা ওই ভাই কি ওই মেয়ের ছোট বোনকে বিবাহ করতে পারবে?