আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম ওস্তাদ,
আমার ৭ মাস হয়েছে বিয়ের। বিয়ের পর থেকেই শুরুর দিকে এমন হয়নি। আগের মতন জিকির, আমলগুলো করতে পারতাম। কিন্তু তাহাজ্জুদ, ফজর পড়তে পারিনি। এগুলো নিয়ে হতাশ হয়ে গিয়েছিলাম। তবুও হাল ছাড়িনি। গত কয়েকদিন আমার ঈমান আমলের অবস্থা আরো খারাপ.....রুগ্ন অবস্থা।  নামাজ মিস হচ্ছে..... এত এত শরীর কাহিল লাগছে......এরপর ৩/৪ দিন আগে ফজরের সময় একটা স্বপ্ন দেখলাম।আমার শশুর বাড়ি মন্দিরের আসে পাশে......স্বপ্ন দেখলাম-

আমার শরীর এতই খারাপ আমি শুয়ে আছি। পাশে মন্দির, দূর্গার পূজা আর মূর্তি। আমার কাছে এক হিন্দু মহিলা তার দুই বাচ্চা নিয়ে আমার কাছে এসে বলল, আপনি তারপরও আমার বাচ্চাদের দুআ করে দিন! আমি মনে মনে ভাবলাম, উঠে দাঁড়াতে পারি না! আমি কি দুআ করবো! তবুও আমি সেই বাচ্চাদের গায়ে সূরা ফাতিহা অথবা আয়তুল কুরছি আর সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়ে ফুঁ দিলাম.....এরপর সাদা একটা পর্দা পেরিয়ে সেই মহিলা তার বাচ্চাদের নিয়ে দূর্গার মূর্তির সামনে গেলো! আমি শুয়ে ছিলাম যেখানে তারপাশেই সাদা একটা পর্দার মতন ছিলো তারপর ছিলো মূতি......এরপর বোধ করলাম আমার শরীর না চললেও মনে জোর আসছে......কিন্তু বেশ দূর্বল আমি! এতই দূর্বল যে, নামাজের আগে ওজু করে ফ্রেশ হওয়ার মতন হওয়ার শক্তি নাই! শুয়ে আছি!!! ঘুম ভেঙে গেলে শুনলাম দূর থেকে ফজরের নামাজ শুরু হলো মসজিদে!!!

এটার তাবির কি ওস্তাদ?

আমার আশেপাশের মানুষেরা বলে, তাদের ঈমান মজবুত হয় আমার কথা শুনে!! আমার সাথে বেশ কয়েকজন সহপাঠী দ্বীনের পথে এসেছে তাদের নিয়ে মাঝেমধ্যে দ্বীনি আলোচনা করি, হাদিয়া দিয়ে উদ্বুদ্ধ করি। বড় আন্টিরাও আমার কাছে বসেন, দ্বীনি আলোচনা করি তাদের ভালো লাগে, ঈমান বাড়ে এগুলা বলেন। ইদানীং এসব একদম কম হয় বিয়ের পরে, মনে হয়, নিজের আমল নাই আগের মতন! ফরজ নামাজ পড়তেই হিমশিম খাচ্ছি তারপর কি বলবো অন্যদের.....আমার জন্য দুআ চাই ওস্তাদ। দ্বীনের দারস/ইলম অর্জন থেকে ছিটকে গিয়েছি! এত হতাশ আর অসহায় লাগে কিন্তু ইস্তিগফার আর দরূদ ছাড়িনি!

1 Answer

0 votes
by (704,490 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আনাস রাযি. বলেন, রাসুল ﷺ (উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য) সব সময় এই দোয়া করতেন, 

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِىْ عَلىٰ دِيْنِكَ 

হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর আপনার দীনের উপর দৃঢ় করে দিন।

আনাস রাযি. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমরা আপনার উপর এবং আপনার আনিত শিক্ষার উপর ঈমান এনেছি। এখন আপনার মনে কি আমাদের সম্পর্কে কোনো সন্দেহ আছে? ( যে বেশি বেশি এই দোয়া করেন!) রাসুল ﷺ উত্তর দিলেন হ্যাঁ! সব অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে পড়ে আছে। আল্লাহ যেভাবে চান, এগুলোকে পরিবর্তন করেন। (তিরমিযি ২১৪০ তাকদির অধ্যায়)

★সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন।

রাসূলুল্লাহ্ ﷺ দোয়া করতেন,

اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَن زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

হে আল্লাহ আমাকে তাকওয়ার তওফীক দান করুন এবং নাফসকে পবিত্র করুন, আপনিই তো উত্তম পবিত্রকারী। আর আপনিই আমার নাফসের মুরুব্বী ও পৃষ্ঠপোষক। (মুসলিম ২৭২২)
সুতরাং আপনিও দোয়াটি করার অভ্যাস গড়ে তুলুন।

নেককারদের সোহবত গ্রহণ করুন। তাদের সাথে বেশি উঠাবসা করুন।
দাওয়াত তাবলিগের মেহনতের সাথে যুক্ত হতে পারেন। 
মাহরাম পুরুষ সহকারে মাস্তুরাত জামাতে যেতে পারেন।

এতে নফস নিয়ন্ত্রণ করা এবং তাওবার উপর অটল থাকা আপনার জন্য সহজ হবে। 

 আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ

হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক। (সূরা আত তাওবাহ ১১৯)

অধিকহারে ইস্তেগফার করুন। প্রয়োজনে এর জন্য প্রত্যেক নামাজের পর একটা নিয়ম করে নিন। যেমন, প্রত্যেক নামাজের পর ৫০/১০০/২০০ বার أسْتَغْفِرُ اللهَ   অথবা أسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إلَيهِ অথবা  اللَّهُمَّ اغْفِرْ لي পড়ার নিয়ম করে নিতে পারেন। 

★কখনো একাকী নিভৃতে থাকবেন না। কেননা একাকীত্ব গোনাহ চিন্তা করার কারণ হতে পারে। আপনার সময়কে উপকারী বিষয়ে ব্যয় করতে সচেষ্ট হোন। ঈমান ও ইসলামের পরিবেশে সময় ব্যয় করুন।

আপনাকে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার ও শোনার পরামর্শ দিচ্ছি। এ মর্মে আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا

আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায়। (সূরা আনফাল ২)

অনুরূপভাবে আমরা আপনাকে বুঝে বুঝে নবীদের কাহিনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পরামর্শ দিচ্ছি। 

★অধিকহারে আল্লাহর যিকির করুন। কেননা, দুর্বল ঈমানের সুস্থতার জন্য যিকির খুবই উপকারী। আল্লাহর যিকির অন্তরে ঈমানের বীজ বপন করে। মুমিনের অন্তর যিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ তাআলা বলেন,

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। (সূরা রা’দ ২৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার এই কষ্ট, দূর্বলতা, মনোভাব পরিবর্তন, আমলে দুর্বলতা — সবই ঈমানের ওঠানামার অংশ।
রাসূল ﷺ বলেছেন:

 "إن الإيمان ليَخْلَقُ في جوف أحدكم كما يَخْلَقُ الثوب، فاسألوا الله أن يُجدّد الإيمان في قلوبكم."

অর্থ: “তোমাদের কারো অন্তরে ঈমান পুরোনো কাপড়ের মতো ক্ষয়ে যায়, সুতরাং তোমরা আল্লাহর কাছে দো‘আ করো যেন তিনি তোমাদের হৃদয়ে ঈমানকে নবায়ন করে দেন।”
— (হাদীস: আল-হাকিম, সহীহ)

সুতরাং  ঈমান দুর্বল হয়ে যাওয়া মানেই আপনি খারাপ মুসলিম হয়ে গেছেন — এমন নয়।

বরং এটি প্রাকৃতিক ওঠানামা। এখন আপনার করণীয় হলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হওয়া।

★আপনার দেখা স্বপ্নের সারাংশ

আপনি নিজেকে খুব দুর্বল অবস্থায় দেখেছেন।

হিন্দু এক মহিলা তার সন্তানদের নিয়ে দো‘আ চাইছে।

আপনি অসুস্থ অবস্থায় থেকেও কুরআনের আয়াত (সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, বাকারা শেষ আয়াতসমূহ) পড়ে তাদের উপর ফুঁ দিয়েছেন।

এরপর তারা সাদা পর্দা পার হয়ে মূর্তির সামনে চলে গেছে।

তারপর আপনি মনে করেছেন কিছুটা জোর ফিরে এসেছে।

ঘুম ভেঙে দেখলেন ফজরের আযান।


★শরীয়তের আলোকে স্বপ্ন বিশ্লেষণ (তাবসির / تعبیر)

ইসলামী ব্যাখ্যার আলোকে স্বপ্নের অর্থ জানতে হলে কিছু নীতি আছে।
সাধারণ নীতি অনুযায়ী:

ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে।
এতে কোনো উপদেশ, বার্তা বা সান্ত্বনা থাকে।

খারাপ বা ভয়ের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে।
এতে ভয়, হতাশা, অস্থিরতা জাগে।

মনের ভাবনা ও ক্লান্তির কারণে স্বপ্ন।
→ এগুলো সাধারণত মানসিক অবস্থা প্রতিফলিত করে।

★আপনার স্বপ্নের ইঙ্গিত

আপনি দেখেছেন দুর্বলতা ও অসুস্থতা, কিন্তু তবুও আপনি কুরআন পাঠ করে দো‘আ করছেন —
 এটি আপনার অন্তরের ঈমান এখনও জীবিত থাকার প্রমাণ।

“সাদা পর্দা” সাধারণত পবিত্রতার প্রতীক, আর আপনি সেই পর্দার আগে অবস্থান করছেন — অর্থাৎ আপনি এখন এমন এক অবস্থায় যেখানে সত্য ও মিথ্যার মাঝে একটি অন্তরায় আছে (ঈমান ও গাফেলতি মধ্যে দোদুল্যমান)।

“দূর্গার মূর্তি ও পূজা” দেখা — এটি শিরক ও বিভ্রান্ত সমাজ বোঝায়।
আর সেখানে এক হিন্দু নারী আপনার কাছে দো‘আ চাইছে —

 সম্ভবত এটা ইঙ্গিত করে আপনি এমন একজন, যাকে আল্লাহ দো‘আর মাধ্যমে অন্যদের উপকারে ব্যবহার করতে চান, যদিও আপনি নিজে দুর্বল অনুভব করছেন।

শেষে আপনি “মনে জোর পেয়েছেন, কিন্তু দেহ দুর্বল”—

আল্লাহ আপনাকে আধ্যাত্মিক শক্তি দিচ্ছেন, যদিও শারীরিকভাবে আপনি ক্লান্ত।

“ফজরের আযান শোনা”—
এটি নতুন সূচনা ও হিদায়াতের বার্তা।
অনেক আলেম বলেন, ফজরের সময় বা আযান শুনে স্বপ্ন শেষ হওয়া মানে —
আল্লাহ আপনাকে তওবা, নামাজ ও জিকিরের পথে ফিরতে আহ্বান করছেন।

শরীর ক্লান্ত হলেও মুখে উচ্চারণ করুন:

سُبْحَانَ الله، الحَمْدُ لله، اللهُ أَكْبَر، لا إلهَ إلا الله
প্রতিদিন ১০–১৫ মিনিট এভাবে জিকির করলে হৃদয়ের ভার কমে যাবে ইনশাআল্লাহ।

আত্মিক শক্তি পুনরুদ্ধারের আমল

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আযকার (সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস) পড়ুন।

একদিনে অন্তত একবার সূরা আল-বাকারা শুনে ফেলুন (শোনা গেলেও হয়)।

দো‘আ করুন:

“اللهم جدد الإيمان في قلبي” —
“হে আল্লাহ, আমার অন্তরে ঈমানকে নবায়ন করুন।”

শারীরিক দুর্বলতার চিকিৎসা নিন।

অনেক সময় শারীরিক ক্লান্তি ও হরমোনাল পরিবর্তন (বিশেষ করে বিয়ের পর মহিলাদের ক্ষেত্রে) ঈমানি ও মানসিক অবস্থাকে প্রভাবিত করে।
একজন চিকিৎসক দেখান — কারণ শরীর ও মন উভয়ই আল্লাহর আমানত।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...