আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,,আমি বেশ অনেক দিন ধরেই রুকইয়া জনিত সমস্যায় ভুগছি ,সব সময় অসুস্থ থাকি,,আবার দুই বছর ধরে চেষ্টা করে ও বিয়ের ব্যবস্থা হচ্ছে না এটা নিয়ে সবাই অনেক পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি! আমাদের কয়েক এলাকা পরে একটা মাদ্রাসার বড় হুজুর শুনেছি উনি অনেক ধার্মিক মানুষ, উনার মাদ্রাসায় ও নাকি জ্বীন আছে এবং উনিই নাকি মাদ্রাসা বন্ধ করে রাখেন এবং এদের ক্ষতি থেকে বাঁচতে চিকিৎসা করে থাকেন,,
এখন আমার মা চাচ্ছেন আমাকে উনার কাছে নিয়ে যেতে ,যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে উনার কাছে চিকিৎসার জন্য,,উনি ব্যাবহার করার জন্য চিকিৎসার মাধ্যম হিসেবে তাবিজ ও দিয়ে থাকেন,,
এখন প্রশ্ন হচ্ছে আমি কি উনার কাছে চিকিৎসা নিতে পারব ? এবং তাবিজ ব্যবহার করা জায়েয কি না? তাবিজ ব্যবহার করলে কি ইবাদত কবুল হবে?
অনুগ্ৰহ করে জানালে মুনাসিব হয় ইনশাআল্লাহ,,