আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (6 points)
আসসালামু আলাইকুম। আমি গত ১৩অক্টোবর উমরাহতে আসি। মদিনায় ছিলাম ১৩-১৭ অক্টোবর। ১৭ তারিখে মক্কা এসে উমরাহ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। এই সফরে আমি ডাক্তারের পরামর্শ মতো পিরিয়ড বন্ধের ওষুধ নিচ্ছিলাম। মক্কায় আসার পর ওষুধের সময়ের কিছুটা হেরফের হওয়ায় আর অতিরিক্ত হাঁটার কারণে আজ যোহরের সময় আমার পিরিয়ড হয়। আমি তখনও বুঝতে না পেরে ওষুধ খেয়েছিলাম। পরে বুঝতে পারি পিরিয়ড হয়েছে। এবারে যদি ওষুধ খাওয়ার ফলে আমার পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে কি আমি আবারও তাওয়াফ করতে পারবো? নাকি আমাকে তিনদিন বা সাতদিন অপেক্ষা করতে হবে? আমি কি আবারও পিরিয়ড বন্ধের ওষুধ খেয়ে বন্ধ করে দেয়ার চেষ্টা করবো?

1 Answer

0 votes
by (741,060 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পিল খেয়ে হায়েয বন্ধ রাখা-শারিরিক ক্ষতি থেকে কখনো মুক্ত নয়।এর একটি পারিপার্শ্বিকতা অবশ্যই  থাকবে।কেননা যেখানে আল্লাহ নারীদের জন্য হায়েযকে রেখেছেন,নিশ্চয় একে বন্ধ রাখলে শারিরিক ক্ষতি হবে।

তবে বিশেষ আ'মল যেমন হজ্ব-উমরা এবং এ'তেক্বাফের জন্য উলামায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন।হজ্ব ফরয তাছাড়া হজ্ব-উমরার জন্য মানুষ অনেক দূরদূরান্ত থেকে সফর করে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1419

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঔষধ গ্রহণের পর যদি রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে ঐ ওয়াক্তের শেষ মূহুর্তে গোসল করার পর সতর্কতামূলক মহিলা পবিত্র বলে গণ্য হবে। তখন নামায পড়তে হবে। এবং তাওয়াফও করা যাবে। সুতরাং ঔষুধ খাওয়ার ফলে যদি আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায়,  তাহলে ওয়াক্তের শেষ মুহূর্তে আপনি গোসল করে তাওয়াফ করতে পারবেন।
لما فى ردالمحتارمع الدر المختار:
"(ويحل وطؤها إذا انقطع حيضها لأكثره) بلا غسل وجوباً بل ندباً. (وإن) انقطع لدون أقله تتوضأ وتصلي في آخر الوقت، وإن (لأقله) فإن لدون عادتها لم يحل، وتغتسل وتصلي وتصوم احتياطاً؛ وإن لعادتها، فإن كتابية حل في الحال وإلا (لا) يحل (حتى تغتسل) أو تتيمم بشرطه (أو يمضي عليها زمن يسع الغسل) ولبس الثياب (والتحريمة) يعني من آخر وقت الصلاة لتعليلهم بوجوبها في ذمتها. (كتاب الطهارة، باب الحيض، ج:1، ص:294، ط:مصطفي البابي الحلبي)

وفى الموسوعۃ الفقهية الکویتیة:
"ثم إن المرأة متى شربت دواء وارتفع حيضها فإنه يحكم لها بالطهارة." (الحيض، أحكام عامة، إنزال ورفع الحيض بالدواء، ج:18، ص:326، ط:وزارة الأوقاف والشئون الإسلامية - الكويت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...