আসসালামু আলাইকুম , পর্দার পোষাক নিয়ে কিছু জিজ্ঞাসা :
১. আমি সাধারণত কালো বোরকা পরিধান করি। জানতে চাচ্ছিলাম, ঈদ বা দাওয়াত উপলক্ষে খুব হালকা কাজ করা বোরকা পড়া জায়েজ হবে? জাকজমকপুর্ন না, শুধু হাতের দিকে হালকা কাজ, অথবা বর্ডার গুলোতে হালকা ধরনের কাজ।
২. বাসায় নন মাহরামের সামনে রান্নাঘর এবং ঘরের যাবতীয় কাজ করতে হয়, এমতাবস্থায় নিকাব সহ সালাত খিমার পড়ি, যেগুলো সাধারণত হালকা রংগের ফুল, লতা পাতা প্রিন্ট করা থাকে, এবং কাজের সুবিধার্থে হাত খোলা রাখতে হয়, নাহলে কাজ করা যায় না। এতে পর্দা হবে ?
৩. বাসায় সারাদিন পা মোউজা পড়ে থাকা কষ্টসাধ্য , আমি যদি কাপড় টা একটু লম্বা করে বানিয়ে নেই, যাতে পা অনেকটা ঢেকে থাকে, তাহলে হবে? যদিও জোরে হাটাচলার ক্ষেত্রে তখন পায়ের পাতা, গোড়ালি বের হয়ে যায়।
৪. ছোটো বাচ্চা থাকার দরুন নন মাহরামের সামনেই বাচ্চার সাথে এটা-সেটা নিয়ে কথা বলতে হয়, এটায় গুনাহ হবে?
৫. জয়েন্ট ফ্যামিলিতে থাকা অবস্থায় কুরআন তেলাওয়াত করতে পারি না, কারন তারা শুনে ফেলবে, কুরআন তো কর্কশভাবে পড়া যাবে না। তখন কিভাবে পরবো?