আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
9 views
ago in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (7 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ ।

আমি জানতে চাচ্ছি— রাসুলুল্লাহ (সাঃ) কি মাটির তৈরি থালা-বাটি, কলস ব্যবহার করতেন?
আর যদি করে থাকেন, তাহলে মাটির জিনিসপত্র ব্যবহার করা কি সুন্নত হিসেবে ধরা যাবে?

যদি আমি নিয়ত করি  রাসুলুল্লাহ (সাঃ) মাটির জিনিসপত্র ব্যবহার করতেন আমিও তা অনুসরণ করছি তাহলে কি আমি সওয়াব পাবো ইন শা আল্লাহ ?

জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
ago by (687,930 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

রাসূল ﷺ -এর সময়কার পাত্র, বাটি, কলস ইত্যাদি মূলত সাধারণ, প্রাকৃতিক ও সহজ জিনিসে তৈরি ছিল। 

যেমন:
মাটির তৈরি কলস ও হান্ডি,
চামড়ার তৈরি পানি রাখার থলে (মিশকাত/রকওয়া),
খেজুর পাতার পাত্র,
তামা বা লোহা দিয়ে বানানো সরঞ্জাম।

সহীহ হাদীসে এসেছে:
“রাসূলুল্লাহ ﷺ মাটির কলস ও পাত্রে পানি পান করতেন।”
— (আবু দাউদ, হাদীস ৩৭২৪; ইবন মাজাহ ৩৪০৩)

এছাড়া কিছু বর্ণনায় আছে যে, তিনি কখনও চামড়ার থলে বা মাটির হাঁড়ি থেকেও পানি খেতেন, খাদ্য গ্রহণ করতেন।

অর্থাৎ, রাসূল ﷺ মাটির তৈরি জিনিস ব্যবহার করেছেন — কিন্তু সেটা তাঁর সময়ের স্বাভাবিক, সহজলভ্য উপকরণ ছিল।

★মাটির জিনিস ব্যবহার করা “সুন্নত/ছওয়াবের বিষয়” কিনা এটি নির্ভর করবে নিয়তের উপর।

(ক) যদি আপনি মাটির জিনিস ব্যবহার করেন শুধুই সহজ, প্রাকৃতিক জিনিস হিসেবে

তাহলে এটা মুবাহ (অনুমোদিত কাজ) —
অর্থাৎ না করলে গুনাহ নেই, করলে ভালো কাজ।

(খ) যদি আপনি ব্যবহার করেন রাসূল ﷺ-এর জীবনধারা অনুসরণের নিয়তে,

অর্থাৎ মনে মনে বলেন,

“আমার নবী ﷺ সাধারণ জীবনযাপন করতেন, আমি তাঁর সরলতা অনুসরণ করতে চাই।”

তাহলে আলহামদুলিল্লাহ। এটি সুন্নতের অনুসরণ হিসেবে গণ্য হবে
এবং আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ।

রাসূল ﷺ বলেছেন:

 “যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে; আর যে আমাকে ভালোবাসে, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে।”
(তিরমিজি, হাদীস ২৬৭৮)

অর্থাৎ, আপনি তাঁর কোনো কাজ “ভালোবাসা ও অনুসরণের নিয়তে” করলে 
তা সওয়াবের কাজ হয়ে যায়, যদিও সেটা কোনো ফরজ বা ওয়াজিব আমল না হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 305 views
...