আসসসালামু আলাইকুম,
আমার হোস্টেলে এক ইয়ারমেট আছে,, আমি তার সাথে মিশি না , বেপর্দায় থাকে, বিভিন্ন কারণে মিশি না,তবে চোখের সামনে অনেক অন্যায় দেখলে মানা করি ,,,বুঝাই ঐ অব্দি কথা শেষ,, কিন্তু হারামের মধ্যে থেকেই যায়।
আজ শুনতেছি, অনলাইন এ বিয়ে করতেছে নাকি। ছেলে আশেপাশেই থাকে, এখন শুনতেছি দূরে আছে। দেশের ভিতরেই আর রুমমেট দের সাক্ষী রাখতেছে। রুমমেট দের বয়স ২২ ।
এখন কি বিয়ে জায়েজ হবে?? একটু তাড়াতাড়ি উত্তর দিয়েন। আমার ভালো লাগতেছে না এসব। সত্যটা জানতে হবে।