আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
উস্তাদ, গতকাল রাতে আমার সাথে কিছুটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে।
আমি বেড়াতে এসেছি এক জায়গায়। সাধারণত ঘুমানোর আগে আমি ঘুমের আমল গুলো করি। গতকাল শুধু আমল (আয়াতুল কুরসি, তিনকুল তিনবার পড়ে মাসেহ করা, সাইয়েদুল ইস্তেগফার, তাসবিহে ফাতেমি, ঘুমানোর দুআ) গুলো করেছি, অজু করে নি।
সারাদিনে কিছু টার্গেট করা যিকির থাকে। ব্যস্ততার কারণে যিকির গুলো আমার কমপ্লিট হয় নি। গণনার সুবিধার্তে আমি তসবিহ হাতে নিয়ে যিকির গুলো করতে থাকি। কিছুক্ষণ করার পর আমি ঘুমিয়ে যাই, তসবিহ হাতে নিয়েই,।
রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়( এটা আমার জন্য স্বাভাবিক। কারণ রাতে কয়েকবার আমি ঘুম থেকে জেগে বাচ্চাদের দেখি)। যিকির তখনও সম্পূর্ণ না হওয়ায় আমি তসবিহ খুজতে থাকি, বিছানায়। কিন্তু বিছানায় পাই নি। মোবাইলের লাইট জ্বালিয়ে তসবিহ মাথার কাছে একটা টেবিল আছে সেই টেবিলে দেখতে পাই। কিছুটা অবাক হই, কারণ আমি যিকির করতে করতে ঘুমিয়ে যাই। টেবিলে আমি রাখি নি। ভেবেছি অন্য কেউ হয়তো নিয়ে রেখেছে। পুনরায় তসবিহ নিয়ে যিকির করতে করতে ঘুমিয়ে যায়। রাতে আবার ঘুম ভাঙে, আবারও আমি তসবিহ আমার হাতে বা বিছানায় পাই নি। আগের মতই টেবিলে পাই।
আবারও তসবিহ নিয়ে যিকির করি, কারণ তখনও যিকির সম্পূর্ণ হয় নি। এভাবে তৃতীয় বারও ঘুমিয়ে যাই।
৪র্থবার আমার ঘুম ভাঙে রাত ৩.৩০ টা বাজে। তখন তসবিহ খুজতে গিয়ে বিছানায় বা আমার আশেপাশে পাই নি। টেবিলে খুজে দেখি টেবিলে মাথার কাছে রয়েছে। এবার আমি ইচ্ছে করে আবার নেই যিকির করতে। তসবিহ কে সরাচ্ছে, কিভাব সরছে এটা জানার জন্য।
এইবার দুইহাতে কিছুটা শক্ত করে আমি তসবিহ ধরে যিকির করতে করতে ঘুমিয়ে যাই।
সকালে ঘুম থেকে উঠে তসবিহ আবারও টেবিলে পাই। ঘরের লোকদের জিজ্ঞেস করলে সবাই জানালো তারা কেউ তসবিহ সরায় নি আমার থেকে।
এই বিষয়টা নিয়ে আমি আমি সন্দিহান। এমন কেন হলো? আমি নিজে তসবিহ সরাই নিয়ে এটা আমি বলতে পারবো। কারণ ৪ বার একই ঘটনা কিভাবে সম্ভব?
আমার প্রশ্ন
১. এই ঘটনার কোন ব্যাখ্যা আছে কি? কেন এমন হলো?
২. ঘুমানোর আগে আমি এভাবে যিকির প্রায়ই করি। এটা কি সমস্যা হবে কোন?
৩. অজু ছাড়া তসবিহ নিয়ে কি যিকির করা যায় না?