জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا وَ اللهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ .
তাতে (কোবায়) এমন লোক আছে, যারা অধিকতর পবিত্রতা পছন্দ করে। আর আল্লাহ তাআলা অধিক পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। -সূরা তাওবা (৯) : ১০৮
ইসলামে “হায়েজ (পিরিয়ড)” সম্পর্কিত রক্ত নাপাক (نجس) হিসেবে গণ্য —
তাই এর প্রতি আচরণে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
(০১)
ব্যবহৃত প্যাড খুব ভালোভাবে প্যাক করে (পলিথিন বা টিস্যু দিয়ে মুড়ে) আবর্জনার ডাস্টবিনে ফেলা — এটাই যথেষ্ট।
পানিতে ধুয়ে তারপর ফেলার কোনো শরয়ী বাধ্যবাধকতা নেই।
এটা লোকাচার (সাংস্কৃতিক অভ্যাস), শরিয়তের নির্দেশ নয়।
তাই প্যাডে পানি ঢালা বা ধোয়ার দরকার নেই,বরং এতে হাত নোংরা ও জীবাণুর ঝুঁকি বাড়ে।
(০২)
কয়েক ঘণ্টা পর প্যাড বদলে পুরনো প্যাড সংরক্ষণ করার ব্যাপারে শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ বা জ্বিনের ক্ষতি নেই।
তবে পরিচ্ছন্নতার দিক থেকে কিছু বিষয় খেয়াল রাখা উচিত:
ব্যবহৃত প্যাড বদ্ধভাবে ( পলিথিনে) রাখবেন, যেন দুর্গন্ধ বা জীবাণু না ছড়ায়।
পরে সুযোগ হলে ডাস্টবিনে ফেলে দিবেন।
ইসলামিক সূত্রে “জ্বিন ক্ষতি করবে” — এমন ধারণার কোনো সহীহ দলিল নেই।
এটা লোকমুখে প্রচলিত, কিন্তু কুরআন ও হাদীসে নেই।
(০৩)
রাতে প্যাড বাইরে ফেলা যায় না,এট ঠিক কথা নয়।
এরকম কথা কোনো সহীহ ইসলামিক সূত্রে নেই।
আপনি রাতেও ব্যবহৃত প্যাড নিরাপদভাবে প্যাক করে আবর্জনায় ফেলতে পারো।
রাত-দিনের কোনো পার্থক্য শরীয়তে নির্ধারিত হয়নি।