আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
পারফিউম এর ব্যবসা নিয়ে প্রশ্ন করার জন্য আফওয়ান। তবে কিছু ডিটেইল জানার জন্য বলা হচ্ছে।
আতর বা পারফিউম মূলত ওয়েল থেকে বানানো হয়। আতর একদম raw থাকে।  কিন্তু পারফিউম এ এলকোহল মিক্স করে। এখানে ইথানল এবং মিথানল ব্যবহার করা হয়। দুটোই এলকোহল।  তবে ইথানল- ক্ষতিকর নয়। পারফিউমে এটিই ইউজ করা হয়ে থাকে মূলত। আখ,গম, ভুট্টা ইত্যাদির ফারমেন্টেশন থেকে তৈরি করা হয়ে থাকে। পক্ষান্তরে মিথানল যা ক্ষতিকর। রাসায়ায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়।
যে বিষয়গুলো আমার জানার -
১) পণ্য হারাম হলে ব্যবসা হারাম হয়ে থাকে। পারফিউমে যেহেতু ইথানল এলকোহল মিক্স করা হচ্ছে, যা ক্ষতিকর নয় এবং নেশাগ্রস্ত ও হবে না। এই ইথানল ব্যবহৃত পারফিউম বিক্রি কি হালাল হবে নাকি হারাম? উল্লেখ্য, যেহেতু আমি মিক্স করছি, তবে ইথানল বানানোর প্রসেস সম্পর্কে জানা নেই।
২) যদি হারাম হয়, তবুও পণ্য রাখলে গুণাহ হবে? আতর, পারফিউম দুটোই থাকলো। ক্রেতা নিতে আসলে যদি একদম ক্লিয়ার জানিয়ে দেই, লাইক অনেকেই পর্দা করেন না এবং করেন, দুধরণের মানুষকেই ডিটেইল জানিয়ে দিলাম। এখন নেওয়া না নেওয়া তার উপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে বিধান কি হবে? দুটি বিষয়েই উত্তর জানিয়ে দিলে ভাল হয় ইন শা আল্লাহ। জাযাকুমুল্লাহ

1 Answer

0 votes
by (737,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাতারখানিয়ায় বর্ণিত রয়েছে,যে ব্যক্তি সন্দেহ পোষন করল যে,তার পাত্র বা কাপড় অথবা শরীরে নাজাসত লেগেছে কি না? যতক্ষণ না অপ্রবিত্রের দূঢ় বিশ্বাস জন্মিবে তথক্ষণ পর্যন্ত তা পাক ও পবিত্র থাকবে।
ঠিকতেমনিভাবে কুঁপ,হাউজ ও ঝিলের বিধান।
যা বিভিন্ন রাস্তার পাশে পাওয়া যায়। এবং যা থেকে ছোট-বড় মুসলিম-কাফির সবাই পান করে থাকে।ঠিকতেমনি মুশরিক বা দ্বীন সম্পর্কে অজ্ঞ মুসলিমদের তৈরীকৃত খাবার যেমন ঘী,রুটি ও তাদের তৈরী পোশাকের বিষয়ে ও একি বিধান।(অর্থ্যাৎ হারাম হওয়ার বিশ্বাস জন্মানোর পূর্ব পর্যন্ত তা জায়েয ও বৈধ)।(রদ্দুল মুহতার-১/২৮৩,ফাতাওয়ায়ে তাতারখানিয়া-১/১৪৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/165

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বাজারে প্রচলিত পারফিউমে এলকোহল না থাকাই স্বাভাবিক, তাই উক্ত পারফিউম ব্যবহারের অনুমোদন ফুকাহায়ে কেরামগণ দিয়ে থাকেন। যেটার ব্যবহার বৈধ সেটার ক্রয়বিক্রয় নাজায়েয হবে না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পারফিউমে যেহেতু ইথানল এলকোহল মিক্স করা হচ্ছে, যা ক্ষতিকর নয় এবং তা নেশাগ্রস্তও করে না। তাই ইথানল ব্যবহৃত পারফিউম হারামের পর্যায়ভুক্ত হবে না। 
(২) যদি হারাম হয়, তাহলে ক্রয়বিক্রয় করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...