ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাতারখানিয়ায় বর্ণিত রয়েছে,যে ব্যক্তি সন্দেহ পোষন করল যে,তার পাত্র বা কাপড় অথবা শরীরে নাজাসত লেগেছে কি না? যতক্ষণ না অপ্রবিত্রের দূঢ় বিশ্বাস জন্মিবে তথক্ষণ পর্যন্ত তা পাক ও পবিত্র থাকবে।
ঠিকতেমনিভাবে কুঁপ,হাউজ ও ঝিলের বিধান।
যা বিভিন্ন রাস্তার পাশে পাওয়া যায়। এবং যা থেকে ছোট-বড় মুসলিম-কাফির সবাই পান করে থাকে।ঠিকতেমনি মুশরিক বা দ্বীন সম্পর্কে অজ্ঞ মুসলিমদের তৈরীকৃত খাবার যেমন ঘী,রুটি ও তাদের তৈরী পোশাকের বিষয়ে ও একি বিধান।(অর্থ্যাৎ হারাম হওয়ার বিশ্বাস জন্মানোর পূর্ব পর্যন্ত তা জায়েয ও বৈধ)।(রদ্দুল মুহতার-১/২৮৩,ফাতাওয়ায়ে তাতারখানিয়া-১/১৪৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/165
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বাজারে প্রচলিত পারফিউমে এলকোহল না থাকাই স্বাভাবিক, তাই উক্ত পারফিউম ব্যবহারের অনুমোদন ফুকাহায়ে কেরামগণ দিয়ে থাকেন। যেটার ব্যবহার বৈধ সেটার ক্রয়বিক্রয় নাজায়েয হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পারফিউমে যেহেতু ইথানল এলকোহল মিক্স করা হচ্ছে, যা ক্ষতিকর নয় এবং তা নেশাগ্রস্তও করে না। তাই ইথানল ব্যবহৃত পারফিউম হারামের পর্যায়ভুক্ত হবে না।
(২) যদি হারাম হয়, তাহলে ক্রয়বিক্রয় করা জায়েয হবে না।