১। চর্ম রোগের জন্য ডাক্তারকে শরীর দেখানো লাগে,,নারী ডাক্তার খুঁজে পাওয়া যায় নাহ,আমার কি পুরুষ ডাক্তারের কাছে গিয়ে নিজের মুখ দেখানো জায়েজ হবে? আমার যেহেতু মুখে সমস্যা,এতেও কিন্তু ফিতনার আশংকা থাকে,,
যদি জায়েজ না হয় তাহলে পরিবারকে বুঝাতে পারব নাহ,আমাকে বাধ্য করে নিয়ে যাবে,,এক্ষেত্রে আমি কি করব??
২। মহিলা ডাক্তার খুঁজে না পাওয়া গেলে পুরুষ ডাক্তার কে দেখানো ছাড় উপায় থাকে নাহ,,কিংবা ভালো ডাক্তারের জন্য পুরুষ ডাক্তার দেখায়,,এক্ষেত্রে আমি কি করব? পরিপূর্ণ পর্দা মেইনটেইন করবো কিভাবে এই বিষয়গুলোর ক্ষেত্রে!!!