এমবিবিএসের প্রফেশনাল পরীক্ষার রিটেন সাধারণত যারযার কলেজেই হয়। এই পরীক্ষায় টিচাররাই সাধারণত কিছু কিছু হেল্প করে থাকেন এবং একটু ছাড় দিয়ে পরীক্ষা নেন। যেহেতু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা না, তাই সবাই যাতে রিটেনে অন্তত পাশ করে সহজে। এরপর তো যারযার ভাইভা প্র্যাকটিক্যাল দিয়েই যোগ্যতা যাচাই করতে হবে।
তাই টিচাররাই মাঝে মাঝে এমসিকিউ বলে দেন বা নিজেদের মধ্যে ঠিক করে লিখতে বলেন। এক্ষেত্রে করণীয় কী??
1. টিচারদের থেকে এই হেল্প নেওয়াটা কি জায়েজ কিনা? না চাইলেও উনারা হলের সবাইকে উত্তরটা বলে দেন। কিংবা একজনকে বলে অন্যদের উত্তরটা বলতে বলেন। এক্ষেত্রে আমি কী করব?
2. যেহেতু উনারা একটু ছাড় দেন। যাতে একটু দেখাদেখি করা যায়, তাহলে আমার কাছে পাশের জন হেল্প চাইলে করা যাবে কিনা?
(আমার এক বান্ধবী বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে যে, যেহেতু টিচাররা অনুমতি দিচ্ছেন, এখানে একটু দেখাদেখি নাকি নাজায়েজ না। একটু জলদি জানাবেন প্লিজ)