আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার স্বামীর জব হওয়ার আগে নিয়ত করেছিল, জব পেলে বেতনের ১০% আল্লাহর রাস্তায় দিবে, সাদাকা করবে।
এখন আলহামদুলিল্লাহ একটা জব পেয়েছে। তো জবের বেতন দিয়ে তার নিজের থাকা, খাওয়া খরচ করে,১০% সাদাকাএবং বাসায় পাঠালে আর তেমন টাকা থাকবে না।
আমি আর আমার বাচ্চা শ্বাশুড়ির আন্ডারে থাকি,, খাবার আর ওষুধ পাব সেখান থেকে
তা বাদে আমার অন্যান্য প্রয়োজনীয় জিনিস শ্বাশুড়ির কাছ থেকে চাওয়া যায় না, চাইলে হয়তো উনিও ভালো ভাবে নিবেননা।
(আমি একেতো বাচ্চা হওয়ার পর শুকিয়ে দেখতে বাজে হয়ে গেছি, তার উপর পুরাতন কাপড়, নিজের যত্নের জন্য আলাদা কোন কিছু ই ব্যবহার না করা,
ফলাফল আমার স্বামীর সাথে আমার দুরত্ব বাড়তেছে
আমি চাচ্ছি সাদাকার টাকাটা নিয়ে নিজের জন্য ব্যবহার করতে, স্বামীর সামনে নিজেকে উপস্থাপনের জন্য ভালো পোষাক, স্কিন কেয়ার, কসমেটিকস এই টাইপ খরচ করতে।
তার যা ইনকাম, আর ঋণ ওগুলো শোধ না হওয়া পর্যন্ত সে আমাকে হাত খরচ ও দিতে পারবে না আলাদা করে
আমি কি আমার নিজের জন্য টাকা টা নিতে পারব?