আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ
মা বাবার জোরে লেবাসধারী ছেলের সাথে বিয়ে হয়েছে ২ বছর হলো। বিয়ের আগে প্রচুর আমল করতাম কিন্তু বিয়ের পর থেকে ফরজ ঠিক মত আদায় করতে পারি না। বিয়ের সময় পর্দা করতে দিবে পর্দার পরিবেশ আছে বললেও বিয়ের পর দেখি কিছুই নেই। শশুর বাড়ির পরিবেশ একদম বেদ্বীন। গ্রামের মহিলারা গীবত,চোখোলখুরি,শিরক,কুসংস্কার,বেপর্দায় অভ্যস্ত। ২ বছর ধরে শশুর বাড়ি তেমন একটা যায়নি এরকম পরিবেশের কারণে,গেলেই পর্দায় সমস্যা হয়। আশেপাশের মহিলারা নানা কথা বলে দ্বীন মেনে চলি জন্য। শাশুড়ি,স্বামী সবসময় যৌতুক চায় এমনকি আমার স্বামী আমাকে মানসিক, শারীরিক নির্যাতনও করে। স্বামীর মেয়ে দের প্রতি খারাপ নজর। পরকীয়ার কারণে তাঁর একবার ডিভোর্সও হয়েছে। কিন্তু সে এখনো সুধরায়নি। সব কিছু মিলে আমি এখন সবর করতে পারছি না। সংসার করতে গেলে শশুর বাড়ির মত(দ্বীন মেনে চলা যাবে না)করে থাকতে হবে। এখন আমি কি করতে পারি?