আসসালামু আলাইকুম।
যদি আমার কাছে স্বর্ণ নিসাব পরিমাণ থেকে কম থাকে ( ৩ ভরির মতো)। আর জমানো কোনো টাকা+ রূপা না থাকে; তাহলে যাকাত ফরয হবে?
উল্লেখ্য আমার স্বামী আমাকে প্রতি মাসে ১ হাজার টাকা করে হাতখরচ দেয় আর বাবা হয়তো মাঝেমধ্যে কিছু টাকা দেয়। সেই টাকা আবার খরচও হয়ে যায় প্রতিমাসে কমবেশি। কিন্তু আমার হাতে সবসময় ১-২ হাজার টাকা থাকে। মানে একবছর আগের টাকা না, গতমাসের বা ২-৩ মাস আগের টাকা। মানে হাত একেবারে খালি কখনো থাকে না। টাকা খরচ করি আবার স্বামী টাকা দেয় এমন। এক্ষেত্রে কি আমার ওপর ঢ়াকাত ফরয হবে?