ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গর্ভাবস্থায় যেভাবে মহিলাদের জন্য সম্ভব, সেভাবেই নামায পড়বে।পা কিছুটা ছড়িয়ে সিজদাহ সিজদা দেওয়া যদি আপনার সম্ভবপর হয়,তাহলে সেভাবেই দিয়ে দিবেন। যদি কষ্টকর হয়, তাহলে কিয়াম রুকু করে বসে ইশারাতেই সিজদা দিতে পারবেন অথবা সম্পূর্ণ নামায বসে ইশারাতে পড়তে পারবেন।
لما الفتاوی الهندیة :
"وإن عجز عن القيام و الركوع والسجود وقدر على القعود يصلي قاعدا بإيماء، ويجعل السجود أخفض من الركوع."(كتاب الصلاة، فصل في صلاة المريض، 136/1، ط: رشيديه)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গর্ভাবস্থায় হাই রিক্স pregnancy হলে ডাক্তার যদি বসে ইশারায় নামাজ পড়তে বলে, তাহলে বে নামায পড়া যাবে।
(২) গর্ভাবস্থায় সরকার থেকে যেই গর্ভবতী ভাতা দেয়া হয়, সেটা নেয়া নাজায়েয হবে না। যাকাত গ্রহণ না করতে পারলেও এটা গ্রহন করা যাবে।
(৩) গর্ভাবস্থায় বাইরে বের হলে রসুন ইত্যাদি নিয়ে যাওয়ার কোনো নিয়ম শরীয়তে নাই।