আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
১। গর্ভবতী অবস্থায় হাই রিক্স  pregnancy হলে ডাক্তার যদি বসে ইশারায় নামাজ পড়তে বললে পড়া যাবে?

২। গর্ভবতী অবস্থায় সরকার থেকে একটা গর্ভবতী ভাতা দেই এটা কি নেওয়া জায়েজ হবে? এটা সাথে কি জাকাতের টাকা খাওয়ার সম্পর্ক আছে? আমি জাকাতের টা খাইতে পারব না তাই।

৩। আমার খালা আমাকে বলল গর্ভবতী অবস্থায় বাইরে বের হলে রসুন পেরাক এগুলা নিয়ে বের হতে বলল এগুলা কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (756,630 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গর্ভাবস্থায় যেভাবে মহিলাদের জন্য সম্ভব, সেভাবেই নামায পড়বে।পা কিছুটা ছড়িয়ে সিজদাহ সিজদা দেওয়া যদি আপনার সম্ভবপর হয়,তাহলে সেভাবেই দিয়ে দিবেন। যদি কষ্টকর হয়, তাহলে কিয়াম রুকু করে  বসে ইশারাতেই সিজদা দিতে পারবেন অথবা সম্পূর্ণ নামায বসে ইশারাতে পড়তে পারবেন। 
لما الفتاوی الهندیة :
"وإن عجز عن القيام و الركوع والسجود وقدر على القعود يصلي قاعدا بإيماء، ويجعل السجود أخفض من الركوع."(كتاب الصلاة، فصل في صلاة المريض، 136/1، ط: رشيديه) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/105996

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গর্ভাবস্থায় হাই রিক্স  pregnancy হলে ডাক্তার যদি বসে ইশারায় নামাজ পড়তে বলে, তাহলে বে নামায পড়া যাবে। 
(২) গর্ভাবস্থায় সরকার থেকে যেই গর্ভবতী ভাতা দেয়া হয়, সেটা নেয়া নাজায়েয হবে না। যাকাত গ্রহণ না করতে পারলেও এটা গ্রহন করা যাবে।
(৩) গর্ভাবস্থায় বাইরে বের হলে রসুন ইত্যাদি নিয়ে যাওয়ার কোনো নিয়ম শরীয়তে নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...