আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আমি পর্দা ব্যাপারে জানতে চাই শরীয়তের নির্দেশনা কি। কোন নারী/মেয়ে/ কারও স্ত্রী বাহিরে চলাচলের জন্য চোখ ঢাকা তার মানে কালো চশমা পড়া জরুরি কিনা।নিকাব পড়ে কিন্তু চোখ বের হয়ে থাকে। তার স্বামী পছন্দ করে সে চোখেও চশমা পড়ে থাকুক কোথাও বের হলে।তবে অনেকসময় সংসারের কাজের সময় বাসায় চোখ খোলা রেখে কাজ করতে হয়।সামগ্রিক দিক বিবেচনায় করনীয় মাসআলা কি? চোখ বের হয়ে থাকলে পরপুরুষ এর নজর নিয়ে চিন্তিত তার স্বামী সেক্ষেত্রে কি করা যায় বলা বাহুল্য যে স্ত্রী চোখে চশমা পড়তে চায়না,অস্বস্তি লাগে নাকি।সমঝোতার দ্বারা কিভাবে ভালো থাকা যায় সেটার ও পরামর্শ চাচ্ছি।আফগানিস্তানের মহিলারা যেরকম চোখ ঢাকা নিকাব পড়ে সেগুলো কেনা যাবে কিনা চশমার পরিবর্তে নাকি চশমা উত্তম। কি করবো??

1 Answer

0 votes
by (756,630 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরয়ী পর্দার ক্ষেত্রে নারীদের জন্য এক বা দুনু চক্ষু খোলার রাখার রুখসত রয়েছে। তবে গায়রে মাহরামের সাথে চোখে চোখ মিলানো জায়েয হবে না। এতে ফিতনার সমূহ সম্ভাবনা রয়েছে, যেজন্য এত্থেকে বেচে থাকা জরুরী। 
হযরত হাসান রাযি থেকে বর্ণিত, তিনি বলেন,
’’عَنِ الْحَسَنِ، قَالَ: وَبَلَغَنِیْ اَنَّ رَسُوْلَ اللہِ صَلَّی اللہُ عَلَیْہِ وَسَلَّمَ قَالَ: لَعَنَ اللہُ النَّاظِرَ والْمنْظُوْرَ إِلَیْہِ۔‘‘(شعب الایمان ، رقم الحدیث:۷۳۹۹)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চক্ষু দৃষ্টি দেয় এবং যে নিজের দিতে দৃষ্টি দিতে অন্যকে আকৃষ্ট করে, তার উপর আল্লাহ লা'নত দেন। 

فی تفسیر ابن کثیر: (3/679)
تحت قولہ تعالی:يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلابِيبِهِنَّ۔ ’’قال ابن عباس ﷺ:امراللہ نساء المومنین اذاخر جن من بیوتھن فی حاجۃ ان یغطین وجوھھن من فوق رؤوسھن بالجلابیب ویبدین عیناواحداً اھ

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শরয়ী পর্দার ক্ষেত্রে চশমা পরিধান জরুরী নয়। তবে নিজ চক্ষু কে হেফাজত করা এবং অন্যর দৃষ্টি থেকে নিজেকে বা নিজ চক্ষুকে হেফাজতে রাখা অতিব জরুরী। সুতরাং চশমা পরিধান জরুরী নয়। হ্যা, আফগানি বোরখা যা চক্ষু পর্যন্ত ঢেকে রাখে, সেটা দ্বারা পর্দা করাই উত্তম। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...