আসসালামু আলাইকুম, আমি অবিবাহিত।
বিষয়টি যেহেতু আমার জীবনের সাথে সম্পর্কিত এবং বিয়ের বয়স চলছে তাই আমার নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ ভুল ফতোয়ায় বিয়ে করে ফেললে তখন কোন মেয়ের জীবন নষ্ট করা ঠিক হবে না। তাই, আমি আরও একবার পুরোপুরি নিশ্চিত হতে চাই।
আমি একবার নিজেকে আটকানোর জন্য বলছিলাম, "আমি যদি উমুককে সিম পরিবর্তন করতে বলি তাহলে আমি যাকে বিয়ে করবো সে ৩ তালাক।" এরপর আমি জানতে পারলাম এই কসম ভেঙে ফেললে সত্যি সত্যি ৩ তালাক হবে। এরপর প্রচুর ভয় পেয়ে যায়। এরপর আমি তাকে সিম পরিবর্তন করতে বলিনি।
উল্লেখ্য যে, আমি যাকেই বিবাহ করি বলেছিলাম নাকি যাকে বিবাহ করি বলেছিলাম স্পষ্ট মনে করতে পারছিনা। আমার বেশি মনে হয় যে, যাকেই বলেছিলাম। ঘটনাটি, ২০২১ সালের। তখন আমি প্রশ্ন করার সময় প্রশ্নে উল্লেখ করেছিলাম, আমি যাকে বিবাহ বিবাহ করি লিখে প্রশ্ন করেছিলাম। এখন এখানেও একটা কনফিউশান রয়েছে। আমার মনে হচ্ছে যাকেই উচ্চারণ করেছিলাম। কিন্তু আবার এটা মনে হচ্ছে যে তাহলে যাকে লিখে প্রশ্ন করলাম কেন? আবার এমনও হতে পারে আমি যাকে আর যাকেই এর মধ্যে পার্থক্য আছে - এটা আগে জানতাম না। আমি কিছুদিন আগে জেনেছি।
এর কয়েকমাস পর সেই মেয়ে আমাকে ফোন দিলঃ
মেয়েটি বললঃ আমি আমার সিম পরিবর্তন করে ফেলতে চাচ্ছি। কারণ, মানুষ আমায় ডিস্টার্ব করে।
তখন, আমি বললাম পরিবর্তন করে ফেল। বাজার থেকে সিম কিনে নে।
তবে, আমি যেই কারণে সিম পরিবর্তন করতে বলতে চেয়েছিলাম সেই মেয়ে সেই কারণ জানে না।
পরবর্তীতে একজন মুফতি বললো এতে তালাক হবে না। কারন আমি তো নিজের পক্ষ থেকে বলিনি। কিন্তু, আরও ২ জন মুফতি বলেছেন তালাক হয়ে যাবে।
পরবর্তীতে আমি বিভিন্নভাবে কসম করেছি। কসমগুলোর ভাষ্য নিম্নরুপ:-
১. উমুক কাজ করলে তালাকের সর্বোচ্চ শর্ত যুক্ত হবে
২. উমুক কাজ করলে তালাকের এমন শর্ত যুক্ত হবে যে জীবনেও বিয়ে করতে পারবো না
৩. উমুক কাজ করলে তালাকের সর্বোচ্চ শর্ত হবে এবং বিয়ের কোন আর পদ্ধতি থাকবে না।
উপরোক্ত বাক্যগুলো বলার সময় যদি মনে মনে ৩ তালাকের নিয়ত এবং এমনকি মুয়াল্লাক তালাক থেকে বাচার যে পদ্ধতি সেটাও থাকবে না নিয়ত ছিল। তবে আমি মুখে ৩ তালাক হয়ে যাবে এসব উচ্চারণ করিনি। পরবর্তীতে আমি কিছু সংখ্যক কসম ভেঙে ফেলেছি।
এখন আমার বিয়ের পরিকল্পনা চলছে। কিন্তু আমি আদৌ বিয়ে করতে পারবো কি না আমি স্পষ্ট জানি না। আমার বাড়িতে বিয়ের কথা বললে এসব ভেবে মন খারাপ হয়ে যায়।
১. এখন আমি যদি কাউকে বিয়ে করি তাহলে কি সে ৩ তালাক হয়ে যাবে?
২. যদি তালাক হয় সেক্ষেত্রে কি সব বিয়ের ক্ষেত্রেই হবে?
৩. যদি তালাক না হয় আমাকে বুঝিয়ে বললে ভাল হয়, যাতে আর প্রশ্ন না থাকে।