নামাজে আবশ্যিকভাবে কোনো সুরা নির্দিষ্ট করা যাবেনা। এমন করা যাবেনা যে ঐটা ছাড়া অন্য সূরা পড়বইনা।
তবে কোনো সূরা নিজের কাছে সহজ মনে হলে বা নামাজে নির্ভুল পড়তে পারে,এমন সূরা হলে তাকে নামাজের আগে নির্দিষ্ট করা যাবে।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
فَاقۡرَءُوۡا مَا تَیَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِ ؕ
কাজেই কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়।
(সুরা মুয্যাম্মিল ২০)
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 544):
"(وَلَا يَتَعَيَّنُ شَيْءٌ مِنْ الْقُرْآنِ لِصَلَاةٍ عَلَى طَرِيقِ الْفَرْضِيَّةِ) بَلْ تَعَيُّنُ الْفَاتِحَةُ عَلَى وَجْهِ الْوُجُوبِ (وَيُكْرَهُ التَّعْيِينُ) كَالسَّجْدَةِ وَ - {هَلْ أَتَى} [الإنسان: 1]- لِفَجْرِ كُلِّ جُمُعَةٍ، بَلْ يُنْدَبُ قِرَاءَتُهُمَا أَحْيَانًا.
(قَوْلُهُ: عَلَى طَرِيقِ الْفَرْضِيَّةِ) أَيْ بِحَيْثُ لَا تَصِحُّ صَلَاةٌ بِدُونِهِ كَمَا يَقُولُ الشَّافِعِيُّ فِي الْفَاتِحَةِ
সারমর্মঃ
আবশ্যিক ভাবে নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করবেনা।
এই পদ্ধতিতে যে ইহা ছাড়া নামাজই হবেনা,এমন ভাবে নির্দিষ্ট করা যাবেনা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত কাজটি মাকরুহ।
এভাবে আগে থেকেই সুরা নির্দিষ্ট করা যাবেনা।
কোনো সূরা নিজের কাছে সহজ মনে হলে বা নামাজে নির্ভুল পড়তে পারে,এমন সূরা হলে তাকে নামাজের আগে নির্দিষ্ট করা যাবে।