আসসালামু আলাইকুম।
আমার কিছু শাড়ি,স্বর্ণের গয়না আছে।আমার আত্মীয়স্বজন কেউ যদি কোন অনুষ্ঠানে বা বেড়াতে গেলে আমার কাছে এসব ধার হিসেবে চায় তাহলে কি দেওয়া যাবে?সবাই তো পর্দা করেনা তখন তাদেরকে ধার দেওয়ার কারনে কি আমি গুনাহগার হবো?
যদি দেওয়া জায়েজ না হয় তাহলে কিভাবে নিষেধ করবো?নিষেধ করতে গেলেও তো সম্পর্ক খারাপ হবে।খুব দুশ্চিন্তায় আছি।এমন অনেকে আছে যাদেরকে আমি পর্দার কথা বললেও তারা শুনবেনা,বরং আমাকে খোঁচা মেরে কথ শুনাবে।শায়খ বিস্তারিত একটু জানাবেন।