আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া
বারকাতুহ।
প্রশ্ন:বাবা যদি বলে "তোমরা আমার সাথে যোগাযোগ না রাখলেই আমি ভালো থাকি।"সেই ক্ষেত্রে কন্যা সন্তান হিসেবে বাবা-মায়ের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি?

আমার বাবার ২য় সংসার আছে। প্রথম পক্ষে আমরা ৩ বোন, দ্বিতীয় পক্ষে ২ বোন।আমাদের ৩ বোনের বিয়ে হয়ে গেছে। তিনি দুই সংসারে তেমন ব্যালেন্স করতে পারছেন না। আমরা এবং আমাদের আম্মা আমাদের প্রায় সমস্ত হক থেকে বঞ্চিত হচ্ছি।তারপরও আমরা মেনে নিয়েছি। চিন্তা করি, তারা তবুও ভালো থাক।
বাবা আমাদের ৩ বোনের সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা ফোন দেন না। আমি জবে থাকা অবস্থায় আমাকে মাঝে মধ্যে ফোন দিতেন। কিন্তু পর্দা, দ্বীন & পরিবারে জন্য আমি আমার একটা সরকারি স্কুল & কলেজ এর শিক্ষকতা পেশা ছেড়ে দেই। এই জন্য বাবা আমার প্রতি অসন্তুষ্ট। তিনি আমার জব ছাড়ার পক্ষে ছিলেন না। কিন্তু আমি আল্লাহর জন্য, এবং আমার স্বামীর অনুমতি  নিয়ে প্রথম শ্রেণীর সরকারি জব ছেড়ে দিয়েছি। এজন্য আমার বাবা এখন আর আমাকেও ফোন দেন না।
আমি গতকাল নিজের থেকেই বাবাকে ফোন দেই। চিন্তা করি জবের জন্য বাবা যেহেতু কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চাইবো এবং বাবার সাথে সম্পর্কটা ভালো থাকুক, সবকিছু আবার নতুন এবং সুন্দর করে শুরু হোক। এজন্য বাবাকে ফোন দেয়া। কিন্তু ফোন দেয়ার পর তিনি আমার অন্য বোনদের এবং আম্মার বিষয়ে অনেক অভিযোগ দেন এবং আরও কিছু বিষয় নিয়ে আমার উপর রাগ ঝাড়েন, এবং সেক্ষেত্রে আমিও কিছু তার বিরুদ্ধে অভিযোগ করি, সেকারণে তিনি অনেক রেগে গিয়ে বলেন, "তোমরা ফোন দিয়ে আমার প্রেসার তুলে দাও, তোমাদের জন্য আমি অসুস্থ বোধ করি। এজন্য তোমাদের কাছে  আমি ফোন দেই না। তোমরা ফোন না দিলেই আমি ভালো থাকি"। এমতাবস্থায় আমি কান্না করে ফোন কেটে দেই। বাবা আর ফোন দেননি।
এখন সন্তান হিসেবে আমার দায়বদ্ধতাটা কি? তিনি তো আমার বাবা। আমি ফোন না দিলে তিনি হয়তো আর ফোনও দিবেন না।এই ক্ষেত্রে আমার বা আমার অন্যান্য বোনদের করনীয় কি? কিভাবে সন্তানের দায়িত্ব এবং বাবার হক আদায় করতে পারি? উনার ধারণা আমরা তার কাছে প্রেসার দেওয়ার জন্য ফোন দেই এবং তার অন্য দুই মেয়েদের হিংসা করি। তাই আমাদের থেকে দূরত্ব বজায় রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

1 Answer

0 votes
by (755,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﻗَﻀَﻰ ﺭَﺑُّﻚَ ﺃَﻻَّ ﺗَﻌْﺒُﺪُﻭﺍْ ﺇِﻻَّ ﺇِﻳَّﺎﻩُ ﻭَﺑِﺎﻟْﻮَﺍﻟِﺪَﻳْﻦِ ﺇِﺣْﺴَﺎﻧًﺎ ﺇِﻣَّﺎ ﻳَﺒْﻠُﻐَﻦَّ ﻋِﻨﺪَﻙَ ﺍﻟْﻜِﺒَﺮَ ﺃَﺣَﺪُﻫُﻤَﺎ ﺃَﻭْ ﻛِﻼَﻫُﻤَﺎ ﻓَﻼَ ﺗَﻘُﻞ ﻟَّﻬُﻤَﺂ ﺃُﻑٍّ ﻭَﻻَ ﺗَﻨْﻬَﺮْﻫُﻤَﺎ ﻭَﻗُﻞ ﻟَّﻬُﻤَﺎ ﻗَﻮْﻻً ﻛَﺮِﻳﻤًﺎ
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/778

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত ঘটনা ও ফোনালাপের পরও আপনি/আপনারা আপনাদের বাবার সাথে যোগাযোগ রক্ষা করে চলার চেষ্টা করবেন। যদিও বাবা অন্যায়ভাবে আপনার প্রতি রাগান্বিত তথাপি বাবা হিসেবে তিনিই আপনার সর্বোত্তম ব্যবহারের একমাত্র যোগ্য ব্যক্তি।তিনি উল্টাপাল্টা কিছু বলতে গেলে আপনি/আপনারা সম্পূর্ণ নিরব থাকবেন।জাযাকুমুল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...