আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া
বারকাতুহ।
প্রশ্ন:বাবা যদি বলে "তোমরা আমার সাথে যোগাযোগ না রাখলেই আমি ভালো থাকি।"সেই ক্ষেত্রে কন্যা সন্তান হিসেবে বাবা-মায়ের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি?
আমার বাবার ২য় সংসার আছে। প্রথম পক্ষে আমরা ৩ বোন, দ্বিতীয় পক্ষে ২ বোন।আমাদের ৩ বোনের বিয়ে হয়ে গেছে। তিনি দুই সংসারে তেমন ব্যালেন্স করতে পারছেন না। আমরা এবং আমাদের আম্মা আমাদের প্রায় সমস্ত হক থেকে বঞ্চিত হচ্ছি।তারপরও আমরা মেনে নিয়েছি। চিন্তা করি, তারা তবুও ভালো থাক।
বাবা আমাদের ৩ বোনের সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা ফোন দেন না। আমি জবে থাকা অবস্থায় আমাকে মাঝে মধ্যে ফোন দিতেন। কিন্তু পর্দা, দ্বীন & পরিবারে জন্য আমি আমার একটা সরকারি স্কুল & কলেজ এর শিক্ষকতা পেশা ছেড়ে দেই। এই জন্য বাবা আমার প্রতি অসন্তুষ্ট। তিনি আমার জব ছাড়ার পক্ষে ছিলেন না। কিন্তু আমি আল্লাহর জন্য, এবং আমার স্বামীর অনুমতি নিয়ে প্রথম শ্রেণীর সরকারি জব ছেড়ে দিয়েছি। এজন্য আমার বাবা এখন আর আমাকেও ফোন দেন না।
আমি গতকাল নিজের থেকেই বাবাকে ফোন দেই। চিন্তা করি জবের জন্য বাবা যেহেতু কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চাইবো এবং বাবার সাথে সম্পর্কটা ভালো থাকুক, সবকিছু আবার নতুন এবং সুন্দর করে শুরু হোক। এজন্য বাবাকে ফোন দেয়া। কিন্তু ফোন দেয়ার পর তিনি আমার অন্য বোনদের এবং আম্মার বিষয়ে অনেক অভিযোগ দেন এবং আরও কিছু বিষয় নিয়ে আমার উপর রাগ ঝাড়েন, এবং সেক্ষেত্রে আমিও কিছু তার বিরুদ্ধে অভিযোগ করি, সেকারণে তিনি অনেক রেগে গিয়ে বলেন, "তোমরা ফোন দিয়ে আমার প্রেসার তুলে দাও, তোমাদের জন্য আমি অসুস্থ বোধ করি। এজন্য তোমাদের কাছে আমি ফোন দেই না। তোমরা ফোন না দিলেই আমি ভালো থাকি"। এমতাবস্থায় আমি কান্না করে ফোন কেটে দেই। বাবা আর ফোন দেননি।
এখন সন্তান হিসেবে আমার দায়বদ্ধতাটা কি? তিনি তো আমার বাবা। আমি ফোন না দিলে তিনি হয়তো আর ফোনও দিবেন না।এই ক্ষেত্রে আমার বা আমার অন্যান্য বোনদের করনীয় কি? কিভাবে সন্তানের দায়িত্ব এবং বাবার হক আদায় করতে পারি? উনার ধারণা আমরা তার কাছে প্রেসার দেওয়ার জন্য ফোন দেই এবং তার অন্য দুই মেয়েদের হিংসা করি। তাই আমাদের থেকে দূরত্ব বজায় রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।