ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"তুমি যদি এভাবে বারবার ঝগড়া করো, তাহলে আমি তোমাকে তালাক দেব
তবে সে সময় আমি বাস্তবে তালাক দেইনি বা তালাক দিলাম এমন কোনো কথা উচ্চারণ করিনি।"
এ কথা দ্বারা কোনো তালাক পতিত হয়নি।
"সেই সময় রাগের বশবর্তী হয়ে আমি এক পর্যায়ে স্ত্রীকে উদ্দেশ করে বলি
আমি তোমাকে তালাক দিলাম।"
এই কথা দ্বারা এক তালাক পতিত হয়ে যাবে।
প্রথম ও দ্বিতীয় তালাকের পর রাজআত করা যায়।তথা ইদ্দতের ভিতর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে।এরজন্য কোনো আনুষ্টানিকতার প্রয়োজন নেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2579
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আর কোনো তালাক না হয়ে থাকলে আপনারা একসাথে থাকতে পারবেন। যেহেতু তালাকের পরও সহবাস হয়েছে, তাই রাজ'আত হয়ে গেছে। নতুনকরে রাজ'আত করতে হবে না।