আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


১)পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহতায়ালা সেই দোয়া কবুল করবেন।

এই ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলাম শাইখ।


২)"সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহ" এই গুলো কি সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার পড়তে হয় নিয়মটা এমন শাইখ?


আমি ফজরের পর থেকে শুরু করে জোহর নামাযের ওয়াক্ত হ‌ওয়ার আগ অবধি ১০০ বার করে সবগুলো পড়ে শেষ করি আবার মাগরিবের পর থেকে রাত অবধি যেকোনো একটা সময় বসে আবার সবগুলো ১০০ বার করে পড়ে শেষ করি।

এভাবে হবে?

1 Answer

0 votes
by (720,840 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ...

“হে মুমিনগণ! যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে …”
(সূরা আল-মায়িদাহ: ৬)

এই আয়াত থেকে আলেমরা বলেন,পবিত্রতা আল্লাহর নিকট উপস্থিত হওয়ার শর্ত

হাদীস শরীফে এসেছেঃ- 

إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ

“নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্রতাকেই ভালোবাসেন।”
(সহিহ মুসলিম: ১০১৫)

ইমাম নববী রহঃ বলেন,

قال الإمام النووي رحمه الله:
وَيُسْتَحَبُّ أَنْ يَكُونَ الدَّاعِي عَلَى طَهَارَةٍ، مُسْتَقْبِلَ الْقِبْلَةِ، رَافِعًا يَدَيْهِ، وَيَبْدَأَ بِالْحَمْدِ لِلَّهِ تَعَالَى، وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى رَسُولِ اللَّهِ ﷺ، ثُمَّ يَدْعُو بِمَا شَاءَ

ইমাম নববী (রহ.) বলেন—
“দোয়া করার সময় মুস্তাহাব হলো—
দোয়াকারী যেন পবিত্র অবস্থায় থাকে,কিবলামুখী হয়,হাত উত্তোলন করে,প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি করে,তারপর রাসুলুল্লাহ ﷺ–এর প্রতি দরুদ পাঠ করে,অতঃপর সে যা ইচ্ছা দোয়া করে।”
(আল-আযকার, ইমাম নববী (রহ.), باب آداب الدعاء)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উপরোক্ত দলিল গুলোর আলোকে ইসলামিক স্কলার গণ বলেন যে পবিত্রতা অর্জনের পর (অযু গোসলের পর) দোয়া করলে আল্লাহ তায়ালা সেই দোয়া কবুল করবেন,ইনশাআল্লাহ।

(০২)
হাদীস শরীফে এসেছেঃ- 

مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ

“যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায়
‘সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি’ ১০০ বার বলবে,
কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল কেউ নিয়ে আসতে পারবে না—
তবে সে ব্যক্তি ছাড়া, যে একই আমল করেছে বা এর চেয়ে বেশি করেছে।”
(সহিহ মুসলিম: ২৬৯২)

مَنْ قَالَ: لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ،
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ مِائَةَ مَرَّةٍ فِي يَوْمٍ

“যে ব্যক্তি দিনে ১০০ বার বলে—
‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই…’
সে দশজন দাস মুক্ত করার সওয়াব পাবে…”
(সহিহ বুখারি: ৬৪০৩; সহিহ মুসলিম: ২৬৯১)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি প্রশ্নে উল্লেখিত আমলটি  যেভাবে করছেন,সেভাবে করতে পারেন।
সমস্যা নেই।

পাশাপাশি হাদিসের আলোকে উপরে উল্লেখিত হাদিস দুটিতে যে বাক্যে আমলের কথা বলা হয়েছে সেভাবেও আমল করতে পারেন।

পাশাপাশি পরামর্শ থাকবে আপনি তাসবীহে ফাতেমি তথা প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ার চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...