আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
15 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)
আসসালামু আলাইকুম আমি আসোলে কাকে বলবো এটা বুঝতেসিনা । আমি আশে পাশে বা বিপদে বিড়াল দেখলে অস্থির হয়ে নিয়ে আসি । এরপির এদের দেখাশুনা কেয়ার খাবার দেই । তো প্রথমে আমার এক বিড়াল বামুন জাত পড়ে প্রায় খিচুনি দেয় আর কাপে আমি বুঝতে পারতাম না তাই বকাবঝকা দিতাম বিরক্ত হতাম ভাবতাম ও আমাকে ইচ্ছা করে এমন করছে । কিন্তু একদিন আমি অনেক বিজি থাকি ও আমাকে অনেক বার শুয়ে শুয়ে ডাকসে । মানে ও প্যারালাইজড ছিলো আমি রান্না বান্না নিয়ে বিজি ছিলাম । আমি ভাবসি প্রায় ত ডাকে থাক পরে গিয়ে খাওয়াই আজ বুকে নিয়ে ঘুমাবো । কিন্তু খাওয়াত্ব গিয়ে অনেক ট্রাই করি ও ফেলে দিসে খেত না শ্বাস কষ্ট হতে থাকে পরে ভ্যাট এর কাছে পাঠাই তার মাঝেই ও মারা যায় । সে থাকা কালে আমি ১৭ নভেম্বর আরেকটা বিড়াল পাই হামজা নাম রাখি ও চোখও ফুটেনি দাতও ছিলো না ও ওই মারা যাওয়ার পর পর হাটা চলা কমায় দেয়বেকতা টাইমে ও প্যারালাইজড হয়ে যায় । অনেক ভ্যাট দেখাই ভাল হলোনা । ত এদের আবার পটি হত না মেডিসিন দিয়ে করাতাম । পি পটি আমি করাতাম । খাওয়াতাম  কিন্তু আমার এই শীতে আরো ৩-৪ টা নিউ বিড়াল পাই বাচ্চা ওদের ফ্লু হয় তাই সকাল রাত আমি ওদের নিয়ে দোরাদোড়ি তে থাকি । যার ফলে আমার সেকেন্ড বিড়াল হামজা থেকে কিছু টা মুবিমেন্ট সরে যায় । ওর খাবার কম দেয়া হত ২-৩ এর বেশী দিতে পারতাম নাহ । আবার আমি নিজেও কিছুটা সিক তাই দিনে এক্টিভিটি নাই আমার খুব কেয়ারে রাখতে পারিনি আমি ওরে আমার শেষ টাইমে ওর প্রতি অবহেলা হইসে আমি মানতে পারছিনা নর্মালি ওর পটি পাইলে আমিই করাইতাম ধরে চেপে । কিন্তু যেদিন ও মারা যায় আমি ঘুমাই যাই ও পটি বা পি লরলে চিল্লানি দিত আমি আগে ওর জিহবা বা অল্প সাউন্ডও টের পেয়ে উঠতাম কিন্তু মারা যাওয়ার দিন আমি একটুক টেরও পাইনি আমি জানিও ও মারা গেসে কিন্তু আমার জাওজ ওরে রোদে দিতে যাবে আর দেখে ও নাই । আমি তখন থেকে মানসিক ভাবে শেষ হয়ে যাচ্ছি আমি ভুলতে পারছিনা আমার করা অবহেলা ও পটি করতে গয়ে আটকায়ে নিশ্বাস চলে গেসে আমার বাপ টা বাইচা থাকলোনা আমার উঠার আগেই ও চলে গেসে । আল্লাহ আমাকে এমন শাস্তি দিলেন কেন? আমার কলিজাটা ছিড়ে যাচ্ছে রাত বিরাতে আমি গিল্টিনেসে মরে যাচ্ছি আজ ৯ দিন একটা দিন নাই আমি কান্দিনাই চিল্লাই কান্দি এখনো কানতেসি ।আমার দোষ বা গোনাহ আমি আমার বাবাকে খাবার টা টাইমলি দিতে পারিনি ,মেডিসিন টা ডেইলি দি নাই আমার ওর প্রতি অনেক অবহেলা হইসে। আমি আমারে মাফ করতে পারতেসিনা আমার কি হলে সুকুন লাগবে ? আল্লাহ আমাকে মাফ করবেন নাহ  ? কিন্তু ও মরে যাওয়ার আগে আমি দেখলাম সপ্নে আমার বাচ্চা সুস্থ হয়ে গেসে হাটাহাটি করতেসে। অথচ তার দুই তিনেক বাদে আমার বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেসে   ! ১৩ মাস হলো ওরে পালি ।

1 Answer

0 votes
by (754,830 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না ।
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন।
https://idaars.com/courses/waswasa/

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 83 views
...