আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উস্তাদ, গতকাল রাতে আমি ইস্তেখারার নিয়তে দু'আ পড়ার নিয়তে দু'আ টা পড়া শুরু করলেও পুরোটা পড়তে পারিনি। এরপর ঘুমিয়ে গেছিলাম। স্বপ্নে অনেক কিছু দেখেছি সবটা মনে নেই। এই অংশটাই মনে আছে যে, একটা খবরের কাগজে একটা ছবি ছিল যেটাতে অনেক গভীর একটা কুয়া যেটাতে পানি আছে কিনা বোঝা যাচ্ছিলো না, একদম অন্ধকার। তারপাশে দেওয়ালে অনেক সুন্দর গাছপালাতে ছেয়ে আছে। অনেকটা এমন যে কুয়ার সামনের অংশটা মরুভূমির মতোন আর পেছনেরটা জঙ্গলের মতোন কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর ছিল ছবিটা মা শা আল্লাহ। এটা নাকি রংপুর জেলার ঐতিহ্যবাহী কুয়া যেটা এখনো এমনই আছে এমন ছিল সাথের নিউজটা। উল্লেখ্য যে, আমি দক্ষিণ বঙ্গের মানুষ। আমি বা আমার ১৪ গোষ্ঠীর কেউ উত্তরবঙ্গের না। কখনো যাইওনি এতদূর।
আমি একটা দায়িত্ব নিব কিনা সেটার জন্য ইস্তেখারা করতে চাচ্ছিলাম। এখন এটার ব্যাখ্যা কি কিছু আছে? নাকি এমনি এমনি স্বপ্ন?
জাযাকুমুল্লাহু খয়রান ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।