আসসালামু আলাইকুম হুজুর।
এক মেয়ের সাথে আমার কাজী অফিসে বিয়ে হয়। বিয়ের মাসখানেক পর আমি পারিবারিক চাপে মেয়েকে তিন তালাক প্রদান করি।
বিবাহের পর মেয়ের সাথে আমার সহবাস হয়নি। বিবাহের পর আমার পুরুষাঙ্গ মেয়ের যোনিতে কখনো প্রবেশ করেনি।
তবে বিবাহের পর পার্কে দেখা করার সময় আমি মেয়ের সাথে পার্কের পাবলিক টয়লেটে প্রবেশ করি। টয়লেটে গিয়ে সাময়িক সময়ের জন্য দরজা লক করে ফেলি। যদিও পার্কের টয়লেটে যেকোনো মুহূর্তে অন্য কারো আসার সম্ভাবনা রয়েছে।
সম্পূর্ণ নিরাপওা ছিলনা, এমন অবস্থায় আমি মেয়ের যোনিতে আমার হাতের আঙুল প্রবেশ করানো হয় এবং মেয়ের স্তনে হাত দিয়ে স্পর্শ করা হয়।
প্রশ্ন১: এমতাবস্থায় পার্কের টয়লেটের দরজা লক করার জন্য আমি মেয়েকে সম্পূর্ণ দেনমোহর প্রদান করতে হবে?