আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্। উস্তাদ একটু বিস্তারিত জানানোর অনুরোধ উস্তাদ।

১) বান্দার হক সম্পর্কে জানতে চাই। আমি হোস্টেলে থাকি। এখানে অনেকের সাথেই কথা কাটাকাটি, ঝগড়া হয়। তবে আমার রুমমেটের সাথে একটু বেশীই হয় এবং এক মাস ধরে কথা বলা বন্ধ। এখন আমি যদি দোষী না হই তারপর ও কি আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে? এভাবে কি বান্দার হক নষ্ট হচ্ছে? ক্ষমা চেয়ে ঠিক হলে কয়দিন পরে আবার ঝামেলা হয়। এক্ষেত্রে কি করণীয়? বারবার কি ক্ষমা চাইতে থাকবো দোষী না হলেও????

২) আমার কিছু নৈতিক অবক্ষয়ের জন্য কিছু কাজ করে ফেলেছি। যেমন: না বলে কারো জিনিস ধরা, অনুমতি ব্যতীত কারো বিছানা তার জায়গা থেকে সরানো, নিজের সুবিধার জন্য অন্যের সমস্যা হচ্ছে কিনা এসব না দেখা। কিন্তু এখন বুঝতে পারছি এগুলো ভুল। এগুলো তো বান্দার হক নষ্ট করা তাইনা? এক্ষেত্রে আমার বর্তমান করণীয় কি? এগুলো বলে দিয়ে মাফ চাইতে গেলে সম্পর্ক নষ্ট হতে পারে, না বললে তো গুনাহ হচ্ছে। আমি এখন কি করতে পারি?

৩) অতিরিক্ত রাগ থেকে বাঁচার উপায় কি? রাগ হলে কোনো হুস থাকে না, কাকে কি বলি। এভাবে অনেকের মনে কষ্ট দিয়েছি, অনেককে আঘাত করেছি। এখানেও বান্দার হক জড়িত। আমি আল্লহর দরবারে কিভাবে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? সবাইকে ধরে ধরে মাফ চাওয়াও তো সম্ভব না।

উস্তাদ একটু বিস্তারিতভাবে বলবেন উস্তাদ। আসসালামু আলাইকুম।

1 Answer

0 votes
ago by (754,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুল্লা আলী কারী রাহ লিখেন,
وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى أَنَّ مَنْ خَافَ مِنْ مُكَالَمَةِ أَحَدٍ وَصِلَتِهِ مَا يُفْسِدُ عَلَيْهِ دِينَهُ أَوْ يُدْخِلَ مَضَرَّةً فِي دُنْيَاهُ يَجُوزُ لَهُ مُجَانَبَتُهُ وَبُعْدُهُ، وَرَبَّ صَرْمٍ جَمِيلٍ خَيْرٌ مِنْ مُخَالَطَةٍ تُؤْذِيهِ.
উলামাগণ একমত যে, কারো সাথে কথা বললে বা মিলিত হলে যদি তার দ্বীন নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা বা তার দুনিয়া তার জন্য কষ্টকর হবে বলে ধারণা হয়, তাহলে এমন মানুষ থেকে দূরে থাকার জায়েয রয়েছে।অনেক সম্পর্ক বর্জন বা দূরত্ব এমন রয়েছে যা মিলিত হওয়ার চেয়ে অনেক উত্তম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/61503


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) রুমমেটদের সাথে সর্বদা সুন্দর ব্যবহারের চেষ্টা করবেন। কোনো রুমমেট যদি আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, তাহলে তার সাথে স্বাভাবিক সম্পর্ক রেখে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে কথাবার্তাও অফ রাখতে পারেন। তবে কারো উপর অন্যায় বা জুলুম করে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নিবেন বা তাকে খুশী করে নিবেন।

(২) কারো অনুমতি ব্যতিত কিছু ধরে ফেললে বা ব্যবহার করে নিরে তার কাছে ক্ষমা চেয়ে নিবেন। যদি অধিক সংখ্যক মানুষের জিনিষপত্র ব্যবহার করে থাকেন, তাহলে যথাসম্ভব সবাইকে একত্রিত করে সাধারণ ক্ষমা চেয়ে নিবেন। যাকে পাবেন না, তার জন্য কিছু দান সদকাহ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন।

(৩) 
চুপ থাকলে রাগ কমে যায়,
قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا غضب أحدكم فليسكت ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন,যখন কেউ রাগান্বিত হয়,তখন সে যেন চুপ থাকে।(মসনদে আহমদ-১/৩২৯,সহীহুল জামে-৬৯৩,৪০২৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/13513

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাগান্বিত হওয়ার দরুণ কারো উপর জুলুম বা কারো সাথে অন্যায় করে ফেললে তখন তার কাছে ক্ষমা চাইতে হবে। এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by
আসসালামু আলাইকুম উস্তাদ। ২ নং পয়েন্টের ক্ষেত্রে ব্যক্তির নিকটে ক্ষমা চাওয়ার সময় কি উল্লেখ করতে হবে যে আমি তোমার এই জিনিসটা ধরেছি? নাকি "তোমার অনুমতি ব্যতীত অনেক সময় অনেক কিছু ধরেছি, ব্যাবহার করেছি মাফ করে দিও," বললে হবে উস্তাদ? 
একদম আলাদা করে জিনিস ধরে ধরে উল্লেখ করতে হবে উস্তাদ? যেমন বিছানা সরিয়েছি, পর্দা নিয়েছি এইজন্য ক্ষমা চাই। নাকি ঢালাওভাবে মাফ চাইলে সবকিছুর জন্য মাফ চাওয়া হয়ে যাবে উস্তাদ?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...