আসসালামু আলাইম হযরত আমার অফিসে একজন হিন্দু কলিগ আছেন,তিনি মোবাইলে জুয়া খেলে এবং নিজের সুধি ব্যবসা আছে, তিনি প্রায় সময় মেয়ের জন্মদিন বা,বিবাহ বার্ষিকি উপলক্ষে খাবার আয়োজন করে, তার খাবার গ্রহন করা যাবে কি?
যদি খাবার গ্রহন করা না যায়, তাহলে এমন সিচুয়েশন কিভাবে হেন্ডেল করবো? তিনি আমার জন্য খাবার এনেছেন কিন্ত এখন গ্রহন না করলে কেমন দেখায়!
আজ ১৩/১/২০২৬ তার আনা কিছু খাবার আমি লজ্জায় পরে খেয়ে ফেলেছি এখন আমার করনীয় কি?