আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
160 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আমি নিজের জন্য কস্মেটিক কিনি একটা পেজ থেকে।ইনার থেকে নেয়া প্রোডাক্ট ই আমার সূট করে।কিন্তু সমস্যা হল পেজ এর মালিক হারাম ভাবে লাইফ লিড করে।পরদা করে না একেবারেই,এবং অশালীন ভাবে চলাফেরা করে।এখন আমি তার থেকে জিনিস নিয়ে তাকে সেই ভাবে জীবনযাপন করায় সাহায্য করছি কি?তার থেকে প্রোডাক্ট কেনা কি ঠিক হচ্ছে আমার?দয়া করে জানাবেন।

1 Answer

0 votes
by (713,640 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মু'আমালাতে কাফির মুসলমান এবং মু'মিন মুনাফিক প্রায় সবাই সমান।নিজ প্রয়োজন অনুযায়ী যে কেউ যে কারো কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবে এবং বিক্রয়ও করতে পারবে।এখানে মূল বিষয় হল,নিজ প্রয়োজন কে পূর্ণ করা।বিনিময় দিয়ে খরিদ করা।যদি কেউ বেপর্দা ভাবে চলাফেরা করে,সেই বেপর্দার গোনাহ তার অবশ্যই হবে।এর জন্য তাকে দুনিয়া ও আখেরাতে শাস্তিভোগ করতে হবে।তবে তার নিকট থেকে পণ্য ক্রয় করা নাজায়েয হবে না।
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عن عائشة رضي الله عنها، قالت: «اشترى رسول الله صلى الله عليه وسلم من يهودي طعاما، ورهنه درعه»
রাসূলুল্লাহ সাঃ ইহুদীদের কাছ থেকে খাদ্য ক্রয় করেছেন।এবং নিজকে বর্মকে মূল্য পরিশোধের উপর বন্ধক রেখেছেন।(সহীহ বোখারী-২৫১৩)

অমুসলিম থেকে যেভাবে পণ্য ক্রয় করা যায়,ঠিকতেমনি বেপর্দা চলাফেরা করে এমন কারো নিকট থেকেও পণ্য ক্রয় করা যাবে।

তবে তাকওয়াবান কোনো ব্যবসায়ী পাওয়া গেলে তার নিকট থেকেই পণ্য ক্রয় উত্তম।মুসনাদে আহমদ ও আবু-দাউদের বর্ণনায় এসেছে,
( لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي )
তুমি মু'মিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে না এবং মুত্তাকী ছাড়া অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
জাযাকাল্লাহু খয়রান 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...