আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
12 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

১)এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শক্রর হাতে তুলে দিতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয় আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয় এর বিনিময়ে আল্লাহ্ কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।

এখানে যা লেখা আছে সব কি সঠিক শাইখ?বা এগুলো কি সহীহ হাদীসের কথা?

২)গীবত করা এবং গীবত শোনায় কি সমান গুনাহ?

৩)

সাইয়্যেদুল ইস্তিগফারের শেষ লাইন:

فَاغْفِرْ لِيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّاۤ اَنْتَ
এখানে "ফাইন্নাহু" শব্দের "হা" তে কোথাও দেখি "উল্টা পেশ" দেওয়া আবার কোথাও দেখি শুধু "পেশ" দেওয়া।কোনটা পড়বো?

৪)ছোট ছোট কিছু যিকির,সূরা ইখলাস,চার/ছয় রাকাত নফল নামাজ এবং কিছুক্ষণ কুরআন তিলাওয়াত এই সব আমল আমি প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে করে তার স‌ওয়াব আমার বাবা,মা,ভাই,দাদা,দাদু,নানা,নানু এই কয়জনের আমলনামায় পৌঁছাতে চাই। এক্ষেত্রে সব পড়া শেষে এটা যে আমি তাঁদের আমলনামায় পৌঁছাতে চাই এর জন্য কি বলবো আল্লাহ তায়ালার কাছে?

বাবা, মা, ভাই জীবিত আর দাদা,দাদু,নানা,নানু মৃত।

৫)ধরুন আমি ৩০০০০ টাকা বাজেটের মধ্যে ফোন‌ কিনবো।এখন এই বাজেটে শাওমী, স্যামসাং,ভিভো সহ মোট তিনটা কোম্পানির ফোন পছন্দ হয়েছে।এখন কি দোকানে যাওয়ার আগে শাওমী নিয়ে একবার ইস্তেখারা করবো মানে দুই রাকাত নফল নামায পড়ে ইস্তেখারার দুআ পড়বো,স্যামসাং নিয়ে একবার ইস্তেখারা করবো মানে দুই রাকাত নফল নামায পড়ে ইস্তেখারার দুআ পড়বো ব্যাপারটা এমন?

৬) অথবা ধরুন আমার বাজেট ৩০০০০ ঠিক আছে কিন্তু আমি ফোন কোনটা কিনবো সেটা বাজারে গিয়ে দেখবো।আমি ঘরে বসে সিদ্ধান্ত নিতে পারছি না।এক্ষেত্রে বাসা থেকে বের হ‌ওয়ার আগে কিভাবে ইস্তেখারা করবো?

৭)"আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।" এখানে আত্মীয় বলতে সাধারণত কতটুকু পর্যন্ত এই সম্পর্ক যায়?

আমি চেষ্টা করি আমার মামা,মামী,চাচা চাচী,খালা,ফুফু, এবং ওনাদের মেয়ে আর ছেলের বৌদের সাথে ফোনে কথা বলে তাদের খোঁজ খবর নিতে। এর বাইরে তো আরো অনেক আত্মীয় আছে। তাদের সাথে‌ও কি কথা বলে তাদের খোঁজখবর নিতে হবে?

৮)বিতর নামাজের তৃতীয় রাকাতটা কিভাবে পড়বো এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে।

৯) নিচের এই ইসমে আযমটা কি ঠিক আছে?

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ.

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লা-হু, লা- ইলা-হা ইল্লা- আনতাল আ'হাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আ'হাদ।

অর্থ: “হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে, আমি সাক্ষ্য প্রদান করছি, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই। আপনিই একক, অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তাঁর সমতুল্য কেউ নেই।”

১০)হালাল হারামের মিশ্রণ আছে অথবা হারাম টাকা দিয়ে আমাকে আমার ভাই কোনো গিফট দেওয়ায় আমি চাচ্ছিলাম সেই জিনিসের টাকা ওকে হাদিয়া হিসেবে দিতে। কিন্তু সমস্যা হচ্ছে ঐ জিনিসটার আসল দাম আমার জানা নেই। এক্ষেত্রে আনুমানিক একটা দাম ধরে দেওয়া যাবে?

1 Answer

0 votes
ago by (726,300 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ»

’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিম মুসলিমের ভাই। কোন মুসলিম না কোন মুসলিমের ওপর জুলুম করবে, না তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তা’আলা তার অভাব মোচন করবেন। যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দুঃখ-কষ্ট লাঘব করবে, আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তার দুঃখ-কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।

(বুখারী ২৪৪২, মুসলিম ৫৮-(২৫৮০), তিরমিযী ১৫২৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫০৪, আবূ দাঊদ ৪৮৯৩, সহীহুল জামি‘ ৬৭০৭, শু‘আবুল ঈমান ১১১৫০, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৭২৯১, হিলইয়াতুল আওলিয়া ২/১৯৫, আল মু‘জামুল কাবীর ১২৯৫৯, আস্ সুনানুল কুবরা ১২৪৮৮।)

হাদীসটি সহীহ। 

(০২)
এক্ষেত্রে সমান গুনাহ হবে! নাকি কম বেশি হবে! তা আল্লাহ তায়ালাই নির্ধারণ করবেন।

(০৩)
উল্টো পেশ থাকলে এক আলিফ টান হবে। উল্টো পেশ না হয়ে শুধু পেশ হলে টান হবেনা।

এখানে টান দিলেও সমস্যা হবে না, টান না দিলেও সমস্যা হবে না।

সুতরাং উভয়টিই সহীহ।

(০৪)
আপনি যদি এসব আমল করার সময়ই অন্তরের মধ্যে নিয়ত রাখেন যে আল্লাহ যেন এগুলোর ছওয়াব বাবা,মা,ভাই,দাদা,দাদু,নানা,নানু এই কয়জনের আমলনামায় পৌঁছায়, তাহলেও এসব আমল করা মাত্র অটোমেটিকলি সেই ছওয়াব তাদের আমলনামায় পৌঁছে যাবে।

আর যদি আপনি তখন নিয়ত না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ এ সমস্ত আমল গুলোর ছওয়াব আপনি বাবা,মা,ভাই,দাদা,দাদু,নানা,নানু এই কয়জনের আমলনামায় পৌঁছিয়ে দিন।

তাহলে সেই আমল গুলোর ছওয়াব তাদের আমলনামায় পৌঁছে যাবে।

(০৫)
তিনটার জন্য আলাদাভাবে ইস্তেখারা করতে পারেন। তবে একটার ব্যাপারে ইস্তেখারা ফলাফল আসার আগ পর্যন্ত অপরটি সম্পর্কে ইস্তেখারা না করার পরামর্শ থাকবে। এতে আপনি সহিহ ভাবে ফলাফল পাবেন। ইনশাআল্লাহ।

এরজন্য বেশ কয়েকদিন সময় হাতে রাখতে হবে।

(০৬)
আগে ফোন দেখবেন, তারপর বাসায় এসে ইস্তেখারা করবেন,ফলাফল পজিটিভ পেলে এরপরে ফোন কিনতে যাবেন।

উল্লেখ্য ইস্তেখারা শরীয়তের পক্ষ থেকে আপনার উপর আবশ্যক করা হয়নি। আপনি ইস্তিখারা না করেও ফোন কিনতে পারেন।

তবে যেহেতু আপনি ইস্তেখারা করতে চাচ্ছেন তাই এভাবে বলা হলো।

(০৭)
এ সংক্রান্ত জানুনঃ- 

(০৮)
তৃতীয় রাকাতে সুরা ফাতেহা ও সাথে অন্য সূরা মেলানোর পর তাকবির বলে হাত কান পর্যন্ত উঠাবেন, এরপর আবার হাত বাঁধবেন, তারপর দোয়ায়ে কুনুত পড়বেন, এরপরে রুকুর তাকবীর বলে রুকুতে যাবেন, রুকুর পর সেজদাহ আদায় করবেন। এরপর শেষ বৈঠক করে অন্যান্য নামাজের মতই নামাজ শেষ করবেন।

আরো জানুনঃ- 

(০৯)
হ্যাঁ ঠিক আছে।
তবে এক্ষেত্রে অনেক গুলো রেওয়ায়াত আছে।

ইসমে আজম সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(১০)
এক্ষেত্রে সেই বস্তু হাদিয়া দেওয়া যাবে না, তা কোন গরিব মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া সদকাহ করে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...