https://ifatwa.info/136309/
এই প্রশ্নর জবাবে বলা হয়েছে দিয়ানাতান হবে না সংসার বহাল থাকবে।আরেকটা প্রশ্নের জবাবে দেখেছি ২০২২ সালের দিকের স্ত্রী যদি তালাক চায় স্বামী যদি নিয়ত ছাড়াও জবাবে বলে আরেকটা বিয়ে কর গা তাহলে তালাক হয়(এ ধরনের একটা প্রশ্ন )।মানে প্রশ্ন দুইটা কি ভিন্ন নাকি একই?
2।কোন স্বামী রাগে যদি বলে তুর মুখ দেখাও পাপ নিয়ত ছাড়া বললে কি কোন সমস্যা হয়?মানে হারাম না বুঝিয়ে রাগে এভাবে বললে?