১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মহিলা যদি পর্দা না করে ২ দিন করে আবার একদম পর্দা না করে এমন স্বভাবের হয়।তহ কেউ তাকে ভেঙ্গিয়ে বললে ওর কেন পর্দা করতে হচ্ছে। ওকে কি মানুষ এমনিতে দেখে নাই? এভাবে বললে কি কুফরী হয়? মানে পর্দা করে না সেজন্য এভাবে ভেঙ্গিয়ে বললে কিন্তু পর্দাকে কটুক্তি করা উদ্দেশ্য না হলে?
২.কোন মহিলা ধরেন ছবি তুলেছে খ্রিস্টানদের ক্রুশ চিহ্নের সামনে এমনিতে সুন্দরের জন্য। এটা ঈমানে সমস্যা হবে কিনা সে জানত না।ঘুরতে গেছে তুলেছে।সে ছবিটা স্টুরিতে দিতে চেয়েছে স্বামী দিতে বারণ করেছে হয়ত ওই চিহ্ন আছে তাই।তার মনে মনে হয়ত এমন চিন্তা এসেছিল কেউ দেখলে খ্রিস্টান ভাববে? কিন্তু সবাই তহ চিনে।ধুর ভাবলে ভাবোক গা তহ এসব হয়ত মনে মনে এসেছিল চিন্তা বলে নি। তার মনেও নেই সে জানেও না ঈমানে সমস্যা হবে কিনা। এতে কি কলেজ সমস্যা হবে?