আসসলামু আলাইকুম !
আমি ওয়েবসাইট খুঁজে মোহরে ফাতেমীর আসল পরিমাণ নিয়ে দ্বিধায় পড়ে গেছি।
http://goldpricez.com/silver-rates/bangladesh/gram
http://www.livepriceofgold.com/silver-price/bangladesh.html
রূপার বর্তমান বাজার মূল্য পাই - ৫০০ এর মত।
https://islamqa.org/hanafi/muftionline/95299
-তে বলা আছে প্রায় দেড় কেজি রূপার কথা ।
মনে করি, প্রতি ভরি রুপার বর্তমান বাজারমূল্য হলো ৪৬৮ টাকা।
প্রতি আউন্স রুপার বর্তমান বাজারমূল্য হলো ১,২৫০ টাকা।
.
আপনারা ভুল করে আউন্স ও ভরির হিসাবে তালগোল পাকিয়ে ফেলেছেন।
.
এতে মোহরে ফাতেমীর পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনাদের হিসাবে মোহরে ফাতেমীর সঠিক পরিমাণ হওয়ার কথা (১৩১.২৫ X ৪৬৮) = ৬১,৪২৫ টাকা।
.
একান্ত সুদৃষ্টি কাম্য।.
সেই অনুপাতে ইসলামিক কিউ এ বলে- প্রায় ৩৫ হাজার
দয়া করে এই লিংক দেখুনঃ http://www.livepriceofgold.com/silver.../saudi-arabia.html
কিন্তু,
অনেক বলেন- ১,৫৭০০০
অনেকে বলেন-১,৩০০০০ এর মত ।
http://goldpricez.com/silver-rates/bangladesh/gram
http://www.livepriceofgold.com/silver-price/bangladesh.html
রাসূলুল্লাহ্ ﷺ-এর মেয়ে ফাতেমা র.-এর মোহর ছিল পাঁচশত দেরহাম। যেমন, মুহাম্মদ ইবনে ইবরাহীম রহ. বর্ণনা করেন,
كان صداق بنات رسول اللهﷺ ونساءه خمس مائة درهم ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً و نصف
রাসূলুল্লাহ্ ﷺ-এর মেয়ে ও স্ত্রীগণের মোহর ছিল পাঁচশত দেরহাম অর্থাৎ সাড়ে বার উকিয়া। ( তাবাকাতে ইবনে সাদ ৮/২২)
ইমাম নববী রহ. মাজমু’-গ্রন্থে বলেন,
والمستحب ألا يزيد على خمسمائة درهم، وهو صداق أزواج النبي ﷺ وبناته
মোহর পাঁচশত দেরহামের বেশি না হওয়া মুস্তাহাব। এটা রাসূলুল্লাহ্ ﷺ-এর স্ত্রীদের ও কন্যাদের মহর ছিল।
বর্তমান যুগে প্রচলিত পরিমাণ অনুযায়ী মুফতি মুহাম্মদ শফী রহ. এর পরিমাণ ১৩১ তোলা ৩ মাশাʼ সমান বলে উল্লেখ করেছেন। যা প্রচলিত গ্রামের ওজন অনুসারে ১ কিলো ৫৩০ গ্রাম ৯০০ মিলিগ্রামের সমান হয়।
উল্লেখ্য, বর্তমানে ১২ গ্রামের তোলা প্রচলিত নয়; বরং ১০ গ্রামের তোলা হিসাবে সোনারূপা বেচাকেনা হয়। সে হিসাবে বর্তমানে মোহরে ফাতেমী হবে প্রায় ১৫৪ তোলা রূপা।
============
প্লিজ, কত টাকা ফাতেমী মোহরানা হবে, জানাবেন প্লিজ !