আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
607 views
in সালাত(Prayer) by (34 points)

আস সালামু আলাইকুম
আমার প্রশ্ন

  1.  ফরজ সলাত একাকি আদায়ের ক্ষেত্রে আযান ও ইকামাতের বিধান কি।কাজা নামাজের ক্ষেত্রে কি হুকুম।আর উমরী কাজার ক্ষেত্রে কি করতে হবে।
  2.  উমরী কাযা আদায়ের ক্ষেত্রে জেহরী সলাত দিনে পড়া হলে কিরআত জোড়ে পড়তে পারবে নাকি আস্তে। একই ভাবে রাতে বেলায় সিররী সলাত গুলো আদায় করা হলে কিরআত কিভাবে পড়তে হবে।

1 Answer

0 votes
by (712,400 points)

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

 (১) হযরত আ'তা রাহ বলেন,
 عن عطاء قال:دخلت مع علي بن الحسين على جابر بن عبد اللّٰه رضي اللّٰه عنهما :فحضرت الصلوة فأذن و أقام - 
আমি আলী ইবনে হুসাইন রাহ এর সাথে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাযি এর দরবারে প্রবেশ করলাম।তখন নামাযের সময় হয়ে গেলে,তিনি আযান ইক্বামত দিয়ে নামায আদায় করলেন।(মুসান্নাফ ইবনে আবি শাইবাহ-২২৮৪) 

 হযরত আলী রাযি বলেন,
 عن علي قال ايما رجل خرج إلى أرض في ،فحضرت الصلوة ......فان شاء اذن و أقام وان شاء أقام إقامة واحدة و صلي 
যদি কোনো ব্যক্তি নির্জন মরুভূমির দিকে যাত্রা করে, এবং পথিমধ্যে নামাযের ওয়াক্ত হয়ে যায়,তাহলে সে চাইলে আযান-ইক্বামত দিয়ে নামায পড়তে পারবে,আর চাইলে সে শুধুমাত্র ইকামত দিয়েও নামায পড়তে পারবে।(মুসান্নাফ ইবনে আবি শাইবাহ-২২৮৪)
 واما المنفرد فالافضل له ان يأتي بهما ليكون أدائه على هيئة الجماعة 
মুনফারিদ(একাকী নামায আদায়কারী ব্যক্তি)এর জন্য আযান ইক্বামত দিয়ে নামায পড়া উত্তম।যাতে করে তার নামাযটা জামাতের সূরতে হয়ে যায়।(হালবি কাবিরি-৩৭২,বাদায়ে সানায়ে-১/৩৭৭,মাবসুত,১/১৩৩)
 وندب الأذان والإقامة للمسافر والمقيم في بيته 
মুসাফির এবং ঘরে নামায আদায়কারী মুক্বিমের জন্য আযান-ইক্বামত মুস্তাহাব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫৩)
 ولا يكره تركهما للمقيم 
ঘরে নামায আদায়কারী মুক্বিমের জন্য আযান-ইকামত তরক করা মাকরুহ নয়।(হালবি কাবিরি-৩৭২)
 وكره تركهما للمسافر لا لمصل في بيته في المصر و ندبا لهما 
মুসাফিরের জন্য আযান-ইক্বামত উভয়টিকে তরক করা মাকরুহ।তবে ঘরে একাকী নামায আদায়কারী মুক্বিম ব্যক্তির জন্য মাকরুহ হবে না।যদিও মুক্বিম মুসাফির উভয় প্রকার ব্যক্তিদের জন্য আযান-ইক্বামত দেওয়া মুস্তাহাব/উত্তম।(কানযুদ্দাক্বাইক্ব-১/২৬৫) 

 সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! 
মুনফারিদ(একাকি ঘরে নামায আদায়কারী) ব্যক্তির জন্য আযান-ইক্বামত দিয়ে নামায পড়া উত্তম।কিন্তু যদি মহল্লায় একবার আযান-ইক্বামত হয়ে যায়,তাহলে পরবর্তীতে কোনো মুক্বিমর ব্যক্তি আযান-ইক্বামত ব্যতীত নামায পড়লে সে নামায মাকরুহ হবে না।কেননা মহল্লায় একবার আযান হয়ে গেলে আযানের সুন্নত আদায় হয়ে যায়।(কিতাবুন-নাওয়াযিল-৩/২৯৮) 

 (২) আল্লাম হাসক্বাফী হানাফি রাহ লিখেন,
 (ويخافت) المنفرد (حتما) أي وجوبا (إن قضى) الجهرية في وقت المخافتة، كأن صلى العشاء بعد طلوع الشمس، كذا ذكره المصنف بعد عد الواجبات. 
 মুনফারিদ যদি জাহরি নামাযকে সির্রি সময়ে কাযা করে তাহলে অত্যাবশ্যকীয় ভাবে নিম্নস্বরে পড়বে।যেমন কেউ এশার নামাযকে সূর্যোদয়ের পর কা'যা করল,তাহলে এমতাবস্থায় বিধান হলো যে,সে এশার নামাযকে নিম্নস্বরে আদায় করবে।(ফাতাওয়ায়ে শামী-শামেলা-১/৫৩২) 
আল্লামা ইবনে আবেদীন শামী রাহ উক্ত ইবারতের ব্যাখায় লিখেন,
 مطلب في الكلام على الجهر والمخافتة (قوله ويخافت المنفرد إلخ) أما الإمام فقد مر أنه يجهر أداء وقضاء (قوله في وقت المخافتة) قيد به لأنه إن قضى في وقت الجهر خير كما لا يخفى ح (قوله بعد طلوع الشمس) لأن ما قبلها وقت جهر فيخير فيه، لكن في بعض نسخ الهداية بعد طلوع الفجر (قوله كما في الهداية) قال فيها لأن الجهر مختص، إما بالجماعة حتما أو بالوقت في حق المنفرد على وجه التخيير ولم يوجد أحدهما 
ভাবার্থ- জাহরি কা'যা নামাযকে সির্রি সময়ে জামাতের সাথে আদায় করলে ইমাম সাহেব তখন উচ্ছস্বরে ক্বেরাত পড়বেন।তবে মুনফারিদ সির্রি সময়ে জাহরি নামাযকে কা'যা করার ইচ্ছাপোষণ করলে অত্যাবশ্যকীয় ভাবে তখন ক্বেরাতকে নিম্নস্বরে পড়বেন।কেননা উচ্ছস্বরে কুরআন তেলাওয়াত হয়তো জামাতের সাথে সীমাবদ্ধ নতুবা জাহরি সময়ের সাথে সীমাবদ্ধ। অবশ্য জাহরি সময়ে মুনফারিদকে এখতিয়ার দেয়া হবে।সে চাইলে উচ্ছস্বরে তেলাওয়াত করতে পারবে অথবা নিম্নস্বরেও তেলাওয়াত করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 162 views
...