আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
269 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (33 points)

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বেয়াদবি মাফ করবেন।

আমার https://ifatwa.info/16914/ এই উত্তরে লিখেছিলেনঃ
"বিজ্ঞাপনে ক্লিক না করলেও যদি তারা অর্থ পেয়ে যায়,সেক্ষেত্রে এ সহযোগিতার গুনাহ হবে।"

কিন্তু আপনারা https://ifatwa.info/14733 এই উত্তরে লিখেছেনঃ
"কেউ এডসেন্স ইনকামের উদ্দেশ্য নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলেও এক্ষেত্রে আপনার জন্য ঐ সব ভিডও দেখা নাজায়েয হবে না।"

এটা দেখে আমার মনে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। দয়া করে আমার এই বিভ্রান্তি নিরাসন করলে আমার খুব উপকার হয়।
 

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://ifatwa.info/14733 নং ফাতাওয়ায় আমরা লিখেছিলাম যে, 
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইউটিউবে যদি অন্যকে উপকার পৌছানোর উদ্দেশ্য থাকে,তাহলে এক্ষেত্রে কয়েকটি শর্তে অনুমোদন দেয়া যেতে পারে,
(ক)মিউজিক থাকতে পারবে না।
(খ)নারী দৃশ্যপট থাকতে পারবে না।
(গ)ফিতনার আশংখার ধরুণ নারীকন্ঠও থাকতে পারবে না।
(ঘ) খোলামেলা কোনো দৃশ্যায়ন তাতে থাকতে পারবে না।

আর যদি এডসেন্স ইনকামের জন্য ইউটিউব চ্যানেল খুলা হয়ে থাকে,তাহলে তাকওয়ার দাবী হল,এমন ইনকামে জড়িত না হওয়া।যেহেতু আপনার উদ্দেশ্য হল,দ্বীন নিয়ে কিছু জানা বা বুঝা,তাই কেউ এডসেন্স ইনকামের উদ্দেশ্য নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলেও এক্ষেত্রে আপনার জন্য ঐ সব ভিডও দেখা নাজায়েয হবে না।যদিও আপনার দেখার মাধ্যমে সে উৎসাহ পাচ্ছে,কেননা আপনার সামনে এছাড়া আর কোনো ওয়াই নাই।প্রত্যেক কাজই তার নিয়তের উপর নির্ভরশীল। 

আল্লাহ আমাদের সবাইকে সঠিক জিনিষ বোঝার ও সে অনুযায়ী আ'মল করার তাওফিক দান করুক।আমীন।

আপনি এখন উভয় ফাতাওয়া দেখতে পারেন। কোনো গড়মিল আশরা রাখি পাবেন না। আমরা উভয়টিকে সংশোধন করে এক করে দিয়েছি। জাযাকুমুল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (33 points)
যদি দ্বিন শিক্ষার উদ্দেশ্য ছাড়া ইউটিউবে এডসেন্সযুক্ত ভিডিও দেখি যেমনঃ রান্নার রেসিপি, কম্পিউটার শিক্ষার বিভিন্ন টিউটোরিয়াল, দুনিয়াবি পড়াশুনার  ভিডিও তবে কি গুনাহ হবে ? 
আর যদি গুনাহ হয় তোবে বিজ্ঞাপন মুক্ত করে(এডব্লকার দিয়ে) দেখা যাবে কি(যদিও এখানে তাদের ভিওয়ার বারতে পারে ফলে তারা বেশি জনপ্রিয়তা পেতে পারে)।

উল্লেখ্যঃ এসব যে  ইউটিউব এই দেখা লাগবেই এমন না তবে হলে সুবিধা হয়। মানে অন্য অয়েও আছে।
by (33 points)
এই কমেন্টের উত্তর পেয়েছি http://ifatwa.info/20300 এখানে।
الحمدالله

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...