আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
273 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
closed by

চুল দাড়ি পড়ে গেলে তা যদি
i) আমি যদি পলিথিনে করে বাইরে ফেলে দেই সমস্যা আছে?

ii) পানিতে ফেললে কি সমস্যা আছে? যেহেতু শহরে দাফন করার মত জায়গা পাচ্ছি না

iii) এইসব দাফন করা কি মুস্তাহাব আমল?

iv) আল্লাহ তা'আলা বলেন,

ﺛُﻢَّ ﺃَﻣَﺎﺗَﻪُ ﻓَﺄَﻗْﺒَﺮَﻩُ

অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।(সূরা আবাসা-২১)

এর ব্যাখ্যাটা দয়া করে দিলে ভালো হয়। ইবনে কাসীর এ কিছু পেলাম না চুল দাড়ি বিষয়ে।
https://ifatwa.info/20059/ এ বলেছিলেন উপরের হাদিসের ব্যাখ্যা দেখতে এই ব্যাপারে।

(আর উস্তাদ অনেক প্রশ্নের উত্তর না বুঝে কমেন্ট করি। একটু কষ্ট করে উত্তর দিয়েন কমেন্ট গুলোর। জাযাকাল্লাহ খাইরান) 

closed

1 Answer

+1 vote
by (712,400 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
ﺛُﻢَّ ﺃَﻣَﺎﺗَﻪُ ﻓَﺄَﻗْﺒَﺮَﻩُ
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।(সূরা আবাসা-২১)

উক্ত আয়াতে সরাসরি আপনি না পেলেও উক্ত আয়াতের ব্যখ্যা হচ্ছে, মানুষের শেষ জায়গা হল, মাঠি। তাই মানুষের নক, চুল, হাত, পা ইত্যাদির শেষ আশ্রয় স্থল হচ্ছে মাঠি। সুতরাং মাঠিতে দাফন করাই সম্মানের। 
روي عن النبي صلى الله عليه وسلم: أنه أمر بدفن الشعر والأظفار. رواه الطبراني في معجمه الكبير، و ابن أبي شيبة في مصنفه، و البيهقي في شعب الإيمان،

رُوِي عن ميل بنت مشرح الأشعرية قالت: "رأيت أبي يقلم أظفاره ويدفنها ويقول: رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يفعل ذلك"
হজরত মিল বিনতে মিশরাহ আল আশআরি থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা মিশরাহ [যিনি রাসুল (সা.)-এর সাহাবি ছিলেন]-কে দেখেছেন যে তিনি নখ কাটার পর তা দাফন করে ফেলতেন। তিনি বলতেন, তিনি রাসুল (সা.)-কে এমন করতে দেখেছেন। [আত তারিখুল কুবরা -ইমাম বুখারি) : ৮/৪৫]

মাঠিতে পুতে ফেলা সম্ভব না হলে, এমন স্থানে ফেলে রাখার অনুমোদন ফুকাহাদের কাছ থেকে পাওয়া যায়, যেখানে উক্ত নক চুলের কোনো অসম্মাণ হবে না। কোনটা সম্মাণজনক আর কোনটা অসম্মাণজনক তা উরফ দ্বারাই নির্ধারিত হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (22 points)
এটি কি মুস্তাহাব আমল? 
পানিতে ফেললে সমস্যা আছে?
by (22 points)
কোন কোন স্থানে ফুকাহারা অনুমতি দেন তা তো জানিনা। 
by (712,400 points)
+1
এটি মুস্তাহাব আ’মল।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 206 views
...