বেসিনে প্রায় ময়লা/নাপাক হাত ধুতে হয়৷ ওখানে পুরো হাত ধুতে গেলে কনুই বেয়ে পানি বেসিনের সাইডে যায়৷ যেখানে হয়ত সচরাচর পানি যায় না, বা গেলে ছিটে যেতে পারে৷ অর্থাৎ ওখানে পানি প্রবাহমান থাকার সু্যোগ কম৷ বেসিনের পানি হাতে ছিটে লাগলে সন্দেহ দূর করতে হাত ধুয়ে ফেলি।
কিন্তু আজ ব্রাশ করার পরে হাত ধোবার সময় হাতের কনুই লাগে আলোচিত বেসিনের কোনায়৷ সেখানে নাপাক ছিলো কিনা সম্পূর্ণভাবে নিশ্চিত নই৷ এরপর ভাবি সন্দেহ দূর করতে পরে গোসলের সময় কনুই ধুয়ে ফেলবো৷ কিন্তু গোসলের সময় সেটা মনে ছিলো না৷ পরে গামছা দিয়ে স্বাভাবিকভাবে হাত-মাথা সব মুছি৷ এরপর বিছানায় শুয়ে বিশ্রাম নেই। এরপর দুপুরে হাত ধোবার কথাটা মনে পড়ে৷ তখন কনুই ধুয়ে নি।
১৷ গোসলের সময় শুকনা হাতের ঐ কনুইতে তো পানি ঢালা হয়েছিল৷ যদি নাপাক লেগেই থাকে তবে সেটা কি পরিস্কার হয়ে গেছে?
২৷ নাকি গামছা, শরীর, বিছানা সব নাপাক হবে? নাপাকি আসলেই ছিলো কিনা সে ব্যাপারে তো নিশ্চিত নই৷ তবে এটা নিয়ে ওয়াসওয়াসা সমস্যায় ভুগছি।