আসসালামু আলাইকুম।
বর্তমানে AI দ্বারা বিভিন্ন রকমের কাজ করা যায়। AI এর মাধ্যমে মানুষের মতে voice তৈরি ও যেকোন জীবিত বা মৃত ব্যক্তির voice নকল করা যায়। AI voice over এর মাধ্যমে বর্তমানে আয় করা সম্ভব। কিন্তু AI দ্বারা voice তৈরি করা কি শিরকের পর্যায়ে চলে যায়? এর মাধ্যমে যদি আয় করা হয় সেটা কি হালাল হবে? বিশেষত মেয়েদের voice তৈরি যেহেতু মেয়েদের কন্ঠেরও পর্দা আছে