আসসালামু আলাইকুম।শায়েখ আমার একটি বিষয় জানার ছিলো।কিছুদিন আগে মধ্যরাত এ হঠাত ঘুম ভেঙে যায়, তখন -২:৪৪বাজে ,আর ঘুম ভাংগে আমার একটা শব্দে, আমি ডান পাশ থেকে বাম কাত হতে নিছি আর মুখ থেকে একটা শব্দ হলো ,গোঙানির শব্দ ,তারপর মনে হইতেছে যে ওইটাই আমার শেষ রাত ,মনে হচ্ছে মালাকুল মউত আসতেছে আমার হাতে সময় নেই ,খুব অস্থির লাগছিলো ,,তারপর ভাবতেছি ঘুমাবো নাকি উঠে নামাজ পরবো ঘুমালে যদি মরে যাই তাহলে তো অনেক আজাব আসবে ,তাই তারাতারি উঠে অজু করতে যাই ,আর লা-ইলাহা পরতে ছিলাম,মনে একটা ভয় কাজ করতে ছিলো মরনের ভয়,,,অজু করতেছি হাত পা কাপতেছে ,মনে হচ্ছে এই বুঝি প্রান টা গেলো ,তারপর কাঁপতে কাপতে নামাজে দাড়াই ,,বার বার মনে হচ্ছে পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে ,এইবুঝি প্রান টা টেনে নিলো ,,নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো।,,নামাজ পরতেছি তাও অস্থিরতা কমছে না ,,সুরা পরে ফু দিলাম তবুও।,,আযান এর পর একটু সাভাবিক লাগছিলো।,,তারপর আম্মু কে বললাম,,অনেক কান্না করছি কেন জানি খুব কষ্ট অনুভব করলাম ,,,আবার গতপরশু রাত এ আমি চুল তেল দিতেছি খাটে বসে হঠাত মনে হচ্ছে মালাকুল মউত আসছে আর আমার আবার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো খুব ,,তারপর হাত পা ও ঠান্ডা হয়ে ছেড়ে দিছে আম্মু পিঠে মালিশ করে দিছে ,,তারপর একটুপর সাভাবিক হয়েছি তখন ও আমার কান্না পাচ্ছিলো।,,,সেইম কাহিনি ,,কাল দুপুর মানে -১২টা র দিক মেবি ,,আবার ও ওমন মনে হচ্ছিলো।,নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো।খুব।।সুরা পরলাম তারপর একটু ভালো লাগছিলো ,,যখন ই এমন হয় ভিতর থেকে।খুব কষ্ট হয় আর কান্না আসে খুব।
আফওয়ান এত বড় করে লিখার জন্য।
আমার প্রশ্ন এমন হওয়ার কারন কি,, বা কিসের লক্ষন,,এর প্রতিকার কি??
আমার হার্ট এ কোনো সমস্যা নেই,আলহামদুলিল্লাহ।